Brigade Rally

ব্রিগেডের আহ্বানে পদযাত্রা, কনভেনশন, মিছিল জেলায় জেলায়

রাজ্য জেলা ব্রিগেড

অধিকার ছিনিয়ে নিতে ২০ এপ্রিল ব্রিগেড আসবেন উত্তর দিনাজপুর জেলার গ্রামের প্রান্তিক মানুষেরা। শনিবার প্রচারে মিছিলে চলতে চলতে বললেন, অধিকার ছিনিয়ে নিতে জোটবদ্ধ হয়ে ব্রিগেডে আসবেন। জোর কদমে চলছে তারই প্রস্তুতি। চাঁদা তুলেই হাজার মানুষ ব্রিগেড যাবেন। শপথ নিলেন খেত মজুর শ্রমজীবীরা। 
উত্তর দিনাজপুর জেলার ৯ ব্লকে হিমঘর স্থাপনের দাবি সহ জেলার রেল ব্যবস্থা উন্নতি, দিল্লী গামী দৈনিক ট্রেন সহ স্থানীয় দাবি নিয়ে ব্রিগেডে হাজির হবেন তাঁরা। সাধারণ মানুষের স্বার্থবিরোধী নীতির প্রতিবাদে উত্তর দিনাজপুর জেলায় পদযাত্রায় বহু সাধারণ মানুষের উপস্থিতি ছিলো এদিন নজরকাড়া।  ব্রিগেড সমাবেশ অভিযান সফল করার দাবিকে সামনে রেখে এদিন সকাল থেকে বিকেল পর্যন্ত পদযাত্রায় পা মেলালেন কৃষক সভা, খেত মজুর, শ্রমিক ও বস্তি সংগঠনের নেতৃত্ব।
রায়গঞ্জ ব্লকের বীরঘোই বরুয়া গ্রাম পঞ্চায়েতের ভাগডুমুর গ্রামের বুথে বুথে ব্রিগেডের সমর্থনে পদযাত্রায় হয়। ছিলেন সিআইটিইউ জেলা সম্পাদক স্বপন গুহ নিয়োগী, জেলা নেতা নীল কমল সাহা, সারাভারত কৃষক সভার জেলা নেতা মোহিত বর্মন, খেত মজুর আন্দোলনের আহ্বায়ক প্রদ্যুৎ নারায়ণ ঘোষ, কার্তিক দাস, সহদেব দাস, বিপ্লব সেনগুপ্ত, সহ অন্যান্য নেতৃত্ব।

আগামী ২০ এপ্রিল ব্রিগেড সমাবেশে দলে দলে যোগ দেওয়ার আহ্বানে কৃষক খেতমজুর ও শ্রমজীবীদের কনভেনশন হয় শনিবার। এদিন বিকালে টাউনহল সংলগ্ন কমরেড প্রমোদ দাশগুপ্ত ভবনে সারাভারত কৃষক সভা, সারাভারত খেতমজুর ইউনিয়ন ও সিআইটিইউ বসিরহাট ব্লক -১এর আহ্বানে আয়োজিত কনভেনশন পরিচালনা করেন ব্লক কৃষক সভার পক্ষে কালিদাস বিশ্বাস, খেতমজুর ইউনিয়নের পক্ষে নিমাই ঘোষ ও সিআইটিইউ'র পক্ষে ইরিনা ওরইরানী। স্থানীয় দাবি যুক্ত করে ১৫দফা দাবিতে প্রস্তাব উত্থাপন করেন কৃষক নেতা আমির খসরু। দাবিগুলির সমর্থনে বক্তব্য রাখেন কৃষক নেতা সুবিদ আলি গাজি, খেতমজুর ইউনিয়নের নেতা আনারুল ইসলাম, সিআইটিইউ নেতা প্রতাপ নাথ ও বিশ্বজিৎ বসু।
অন্যদিকে সারাভারত কৃষক সভা, সারাভারত খেতমজুর ইউনিয়ন ও সিআইটিইউ সন্দেশখালি -১নং ব্লক কমিটির উদ্যোগে এদিন মিছিল ও হাটসভা হয়‌। রাজকৃষ্ঞ মাহাতোর বাড়ি থেকে মিছিল দীর্ঘ পথ পরিক্রমা করে সেহারা বাজার ঘুরে হাটসভার কাজ শুরু হয়। কৃষক ও শ্রমজীবী মানুষের ঐক্য গড়ে তোলার আহ্বান জানিয়ে এবং যোগ্য শিক্ষক শিক্ষিকাদের স্কুলে ফেরানোর দাবিতে ও ব্রিগেড সমাবেশ সফল করার ডাক দিয়ে বক্তব্য রাখেন কৃষক নেতা রবীন্দ্রনাথ সরকার, রঞ্জিত নাথ,রাজকৃষ্ঞ মাহাতো, যুবনেতা সলিল মুনিয়ান, অমর মাহাতো প্রমূখ।
এদিন ব্রিগেড সমাবেশ ও ২০ মে সাধারণ ধর্মঘটের সমর্থনে রাজারহাটে  শ্রমিক কৃষক ক্ষেত মজুরদের ডাকে কেষ্টপুর থেকে নারায়নপুর এক মহা মিছিল সংগঠিত হয়। মিছিল উদ্বোধন করেন সিআইটিইউ নেতা শুভজিৎ দাশগুপ্ত। দীর্ঘ ৬ কিলোমিটার রাস্তায় মিছিলে পা মেলান জেলা যুব সম্পাদক  সপ্তর্ষি দেব, তাপস মালাকার,পরিমল মিস্ত্রী, প্রনব মন্ডল, স্বদেশ প্রামানিক, আশীষ বিশ্বাস,সাথী চক্রবর্তী প্রমুখ। এদিনের মিছিল রাজারহাট থেকে শুরু হয়ে নারায়ণপুর মনিখোলায় শেষ হয়।
ব্রিগেড সমাবেশের সমর্থনে শ্রমিক,কৃষক ও খেতমজুর সমন্বয় কমিটির উদ্যোগে মশাটে গণ-কনভেনশন হয়। কনভেনশনে ব্রিগেড সমাবেশের সমর্থনে প্রস্তাব পেশ করেন সোমনাথ ঘোষ। প্রস্তাবের সমর্থনে বক্তব্য রাখেন জেলা কৃষক সভার সভাপতি ভক্তরাম পান, খেতমজুর ইউনিয়নের নেতা ফারুক আহমেদ লস্কর ও শ্রমিক নেতা জগন্নাথ ঘোষ। অশোক নিয়োগী, আজিম আলি ও লক্ষী মালিকের  নেতৃত্বে সভাপতিমন্ডলী সভা পরিচালনা করেন।
কনভেনশন শেষে ব্রিগেডের সমর্থনে এবং শিক্ষকদের চাকরি বাতিলে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি সহ অন্যান্য দাবিতে মশাট বাজারে প্রতিবাদ মিছিল হয়। ছিলেন স্বপন বটব্যাল, রঘুনাথ ঘোষ, আশীষ চ্যাটার্জি সহ অন্যান্যরা।
 

Comments :0

Login to leave a comment