পশ্চিমবঙ্গে অতীতে আদালতের রায়ে এভাবে পুরো প্যানেল বাতিল হয়নি। তৃণমূল সরকারের দুর্নীতির জেরে কাজ হারিয়েছেন স্কুল শিক্ষায় কর্মরত প্রায় ২৬ হাজার মানুষ। এমন বিপুল মাপের দুর্নীতি আমরা এর আগে দেখেছি মধ্য প্রদেশে। সেখানে তখনও আসীন ছিল বিজেপি সরকার। দুর্নীতির বিরুদ্ধে আমাদের লড়াই তৃণমূল এবং বিজেপি দুই শক্তির বিরুদ্ধেই।
সুপ্রিম কোর্টের রায় পরিপ্রেক্ষিতে শুক্রবার এই বার্তা দিয়েছেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। মাদুরাইয়ে সিপিআই(এম) পার্টি কংগ্রেসে যোগ দিয়েছেন তিনি। সেখান থেকেই এসএসসি দুর্নীতি প্রসঙ্গে বলেছেন ডিওয়াইএফআই রাজ্য সম্পাদক।
তিনি বলেছেন, দুর্নীতির বিরুদ্ধে আমাদের রাস্তাতে লড়াই করতে হচ্ছে। আবার আদালতেও আমরা লড়াই করছি।
সরকারি শিক্ষা বাঁচাতে, গরিব ছাত্রছাত্রীদের বাঁচাতে, যোগ্যতা সত্ত্বেও কাজ হারানো শিক্ষক এবং শিক্ষাকর্মীদের পুনর্বহাল করতে আমাদের লড়াই এভাবেই রাস্তার পাশাপাশি আইনি পথে চলবে। এই লড়াইয়ে পশ্চিমবঙ্গের সমস্ত শুভবুদ্ধি সম্পন্ন মানুষকে একজোট হওয়ার আহ্বান জানাচ্ছি।
মীনাক্ষী বলেছেন, রাজ্য সরকার এবং স্কুল সার্ভিস কমিশনের দুর্নীতির ফল ভুগতে হলো শিক্ষক শিক্ষিকাদের। সমস্যায় পড়েছে সরকারি স্কুল শিক্ষা ব্যবস্থাও। এখানে গরিব অংশের ছাত্রছাত্রীরা আসে, তারা মিড ডে মিলের জন্য পড়াশোনা চালাতে পারে। শেষ শিক্ষাবর্ষে প্রায় ৮০০০ সরকারি স্কুল বন্ধ হয়ে গেছে রাজ্যে। এবার প্রায় ২৬ হাজার শিক্ষক শিক্ষাকর্মীর চাকরি বাতিল হওয়ায় পশ্চিমবঙ্গের স্কুলগুলিতে তালা খুব তাড়াতাড়িই পড়বে। এর ফলে স্কুল শিক্ষার ক্ষতি হচ্ছে। ক্ষতি হচ্ছে গরিব ছাত্রছাত্রীদের, ক্ষতি হচ্ছে যোগ্য চাকরিপ্রার্থীদের।
মীনাক্ষী বলেন, সরকার চেয়েছিল অযোগ্য প্রার্থীদের ঘুষের বিনিময়ে চাকরি দিতে। তার বিরুদ্ধেই আমরা পশ্চিমবঙ্গ জুড়ে আন্দোলনে নেমেছে। সুপ্রিম কোর্টের রায়ে যোগ্যদের চাকরিও বাতিল হয়েছে। তার জন্য দায়ী রাজ্য সরকার। তাই বৃহস্পতিবার থেকে ছাত্র-যুব পথে নেমেছে সাধারণ মানুষকে সঙ্গে নিয়ে।
মীনাক্ষী বলেন, গত বছর যখন দেশে লোকসভা নির্বাচন হচ্ছে তখনই হাইকোর্ট এই একই রায় দিয়েছিল। তখনই ডিওয়াইএফআই দুর্নীতির বিরুদ্ধে রাস্তায় নেমেছিল। তার জন্য আমাদের পুলিশের মার খেতে হয়েছে। মিথ্যা মামলা হয়েছে। জেলেও যেতে হয়েছে। এই লড়াই রাস্তার পাশাপাশি আদালত পর্যন্ত নিয়ে গিয়েছিলাম আমরা। এই পুরো দুর্নীতির পেছনে সরকারের হাত রয়েছে। সঙ্গে রয়েছে স্কুল সার্ভিস কমিশন।
SSC SCAM
স্কুল শিক্ষা বাঁচাতে, কাজ হারানো যোগ্যদের পক্ষেও চলবে লড়াই, জানালেন মীনাক্ষী

×
Comments :0