একানা স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্সকে ১২রানে হারাল লক্ষ্ণৌ সুপার জায়ান্ট। প্রথমে ব্যাট করে মিচেল মার্শ (৬০) ও মার্করামের ( ৫৩ ) সৌজন্যে ২০৩ রান করে লক্ষ্ণৌ। হার্দিক মোট ৪টি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে নামান ধীর করেন ৪৬ এবং সূর্যকুমার করেন ৬৭ রান। হার্দিক শেষের দিকে খানিকটা চেষ্টা করলেও আবেশ খানের বোলিংয়ের কাছে হার মানেন। ম্যাচ জিতে মুম্বইকে টপকে ৪ পয়েন্ট নিয়ে ষষ্ঠ স্থানে উঠে এল লক্ষ্ণৌ।
Indian Premier League
মুম্বইকে হারাল লক্ষ্ণৌ

×
Comments :0