আইপিএলে পাঞ্জাব কিংসকে ৫০ রানে হারাল রাজস্থান রয়্যালস। প্রথমে ব্যাট করে ২০৫ রান করে রাজস্থান। যশস্বী করেন ৬৭ রান। রিয়ান পরাগ করেন ৪৩ । লকি ফার্গুসন দুটি উইকেট নেন। দ্বিতীয় ইনিংসে ব্যাট করতে নেমে পাঞ্জাবের নেহাল করেন৬২রান। ম্যাক্সওয়েল ৩০ রান। আর্চার নেন ২টি উইকেট। ৪ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে সপ্তম স্থানে উঠে এল রাজস্থান।
Indian Premier League
পাঞ্জাবকে হারাল রাজস্থান

×
Comments :0