SOURAV GANGULY

ইস্ট-মোহন সম্মান পাবেন সৌরভ

খেলা

SOURAV GANGULY EAST BENGAL MOHUNBAGAN BENGALI NEWS

ইস্টবেঙ্গল এবং মোহনবাগান, কলকাতার দুই ক্লাবের তরফেই সম্মানিত হতে চলেছেন প্রাক্তন ভারতীয় অধিনায়ক সৌরভ গাঙ্গুলি। 

মোহনবাগান ক্লাব জানিয়েছে, ২৯ জুলাই মোহনবাগান দিবসে সৌরভ গাঙ্গুলীর হাতে মোহনবাগান রত্ন তুলে দেওয়া হবে। এর আগে চুনি গোস্বামী, সুব্রত ভট্টাচার্যের মূত ক্রীড়া ব্যক্তিত্বরা এই সম্মান পেয়েছেন। বৃহস্পতিবার মোহনবাগানের কর্মসমিতির বৈঠক ছিল। সেখানে সর্বসম্মতিক্রমে সৌরভের নাম পাশ হয়েছে। 

মোহনবাগান ক্লাবের হয়ে ৯ বছর ক্রিকেট খেলেছেন সৌরভ। মোহনবাগানে খেলাকালীন জাতীয় দলে প্রথম ডাক পান সৌরভ গাঙ্গুলি। মোহনবাগান ক্লাবের তরফে বলা হয়েছে, সেই স্মৃতিকে ইতিহাসে অক্ষয় করে রাখতেই তাঁর হাতে মোহনবাগান রত্ন তুলে দেওয়া হবে। 

মোহনবাগান ক্লাব সূত্রে খবর, মোহনবাগান দিবসের দিনে বেলা ১টা থেকে অনুষ্ঠাম শুরু হবে। ১৯১১ সালের আইএফএ শিল্ডজয়ী দল ‘অমর একাদশের’ মূর্তিতে মালা দিয়ে অনুষ্ঠান শুরু হবে। দুপুর আড়াইটের সময় প্রাক্তন ফুটবলারদের প্রদর্শনী ম্যাচ। সন্ধ্যা ৬টা থেকে শুরু হবে পুরষ্কার দেওয়ার কর্মসূচি। এইবছর মরণোত্তর জীবনকৃতি পুরষ্কার দেওয়া হবে ১৯৩৯ সালের কলকাতা লিগজয়ী দলের অধিনায়ক বিমল মুখার্জিকে। বর্ষসেরা ফুটবলারের পুরষ্কার পাচ্ছেন মোহনবাগান সুপার জায়ান্টের সদস্য দিমিত্রি পেত্রাতস। কাশ্মীরের সুহেল আহমেদ ভাটকে সেরা যুব ফুটবলারের সম্মান দেওয়া হবে। সেরা ফরোয়ার্ডের পুরষ্কার পাচ্ছেন মনবীর সিং। হকি এবং ক্রিকেটের সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন সৌরভ পাসিন এবং আভিলিন ঘোষ। 

অপরদিকে বৃহস্পতিবার ইস্টবেঙ্গল ক্লাবের তরফে প্রেস বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ১ আগস্ট ক্লাবের ১০৫তম প্রতিষ্ঠা দিবসে সৌরভ গাঙ্গুলীর হাতে ভারত গৌরব পুরষ্কার তুলে দেওয়া হবে। ক্লাবের তরফে বলা হয়েছে, সেইদিন ক্লাবে উপস্থিত হয়ে পুরষ্কার গ্রহণ করবেন সৌরভ গাঙ্গুলি। 

 

Comments :0

Login to leave a comment