EC Transfers

পুরুলিয়ার এসপি সহ পুলিশের তিন আধিকারিককে বদলি কমিশনের

রাজ্য লোকসভা ২০২৪

পঞ্চম দফার ভোটের আগের দিন ফের রাজ্য পুলিশে বদলি। এবার পূর্ব মেদিনীপুর জেলার তিন পুলিশ আধিকারিক এবং পুরুলিয়ার এসপিকে বদলির সিদ্ধান্ত নির্বাচন কমিশনের। জানা গিয়েছে, পুরুলিয়ার পুলিশ সুপার পদের দায়িত্বে থাকা অভিজিৎ ব্যানার্জিকে সরানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এছাড়াও পূর্ব মেদিনীপুর জেলার কন্টাইয়ের এসডিপিও দিবাকর দাসকেও সরানো হয়েছে। ভূপতিনগর থানার ওসি গোপাল পাঠক এবং পটাশপুর থানার ওসি রাজু কুণ্ডুকে সরানোর নির্দেশ কমিশনের। রবিবার রাজ্যের মুখ্য সচিবকে চিঠি লিখে এই রদবদলের নির্দেশ দেন নির্বাচন কমিশন।
লোকসভা নির্বাচন ঘোষণার পরই রাজ্য পুলিশের ডিজি পদ থেকে রাজীব কুমারকে অপসারণের নির্দেশ দিয়েছিল নির্বাচন কমিশন। ওই নির্দেশে বলা হয়েছিল, রাজীব কুমারকে ভোটের কোনও কাজেই ব্যবহার করা যাবে না। তাঁকে সরানোর পর রাজ্যের কাছে তিনটি নাম চাওয়া হয়েছিল। সেই মতো বিবেক সহায়, সঞ্জয় মুখার্জি এবং রাজেশ কুমারের নাম পাঠানো হয়েছিল নির্বাচন কমিশনে। সেই মতো প্রথমে  বিবেক সহায়কে ডিজি পদে বসায় কমিশন। পরের দিন আবার তাঁকে সরিয়ে রাজ্য পুলিশের ডিজি করা হয় সঞ্জয় মুখার্জিকে।
তরপরে পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর, বীরভূম এবং ঝাড়গ্রামের জেলা শাসকদের সরিয়ে দেওয়ার নির্দেশ দেয় নির্বাচন কমিশন। এর আগেও পুলিশে একাধিক রদবদল করেছে নির্বাচন কমিশন। ষষ্ঠ দফায় অর্থাৎ ২৫ মে কাঁথি, তমলুক, ঘাটাল-পুরুলিয়ায় লোকসভা কেন্দ্রে ভোট। তার আগেই পুলিশে রদবদল করল কমিশন। এদিন কমিশনের নির্দেশিকায় বলা হয়েছে নির্বাচনের সঙ্গে কোনও রকম সম্পর্ক নেই, এমন পদে তাঁদের বদলির নির্দেশ দিয়েছে কমিশন। উপরোক্ত পদগুলির জন্য বিকল্প আধিকারিকদের নাম চেয়েছে নির্বাচন কমিশন।

Comments :0

Login to leave a comment