২০২৪ ইউরো কাপের কোয়ার্টার ফাইনালে ফ্রান্সের কাছে পেনাল্টি শুট আউটে ফ্রান্সের কাছে ৫-৩ গোলে হেরেছে পর্তুগাল। এই পরাজয়ের ফলে দেশের জার্সি পরে আর কোনও আন্তর্জাতিক ট্রফি জেতার অবকাশ রইল না ৩৯ বছর বয়সী ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর কাছে। প্রশ্ন উঠতে শুরু করেছে, তবে কি তিনি অবসরের কথা ভাবছেন? যদিও রোনাল্ডোর তরফে এখনও এমন কোনও বার্তা আসেনি।
শুক্রবার পর্তুগালের মতোই ইউরো থেকে বিদায় নিয়েছে জার্মানি। অতিরিক্ত সময়ে স্পেনের কাছে ২-১ গোলে হারে আয়োজক দেশ জার্মানি। এই পরাজয়ের ফলে জার্মান ফুটবলে টমাস মুলার, টনি ক্রুজ, ম্যানুয়েল নয়্যার জমানা শেষ হল বলেই মনে করা হচ্ছে।
শনিবার রাত সাড়ে নটায় ইউরোর কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে ইংল্যান্ড এবং সুইজারল্যান্ড। রবিবার রাত সাড়ে বারোটায় মাঠে নামবে তুরষ্ক এবং নেদারল্যান্ডস। এই দুই ম্যাচের জয়ীরা সেমি ফাইনালে একে অপরের মুখোমুখি হবে। অপর সেমিফাইনালটি খেলবে স্পেন এবং ফ্রান্স।
Comments :0