JALPAIGURI PADDY

ধান রোপনে নেমে পড়লেন জলপাইগুড়ির কৃষকরা

জেলা

বৃষ্টি থামতেই ধান রোপনের কাজ শুরু জলপাইগুড়িতে। ছবি: দীপশুভ্র সান্যাল।

গত দু’দিন ধরে দিনের বেলায় আকাশ মেঘলা থাকলেও বৃষ্টি হয়নি। কৃষকরা মাঠে ধান রোপন করতে শুরু করেছেন জোরকদমে। এই দৃশ্য চোখে পড়ছে জলপাইগুড়ি শহরের আশপাশের গ্রামীণ এলাকায়। 
এ বছর প্রাকৃতিক কারণে কৃষকরা তাড়াতাড়ি ধান রোপন করতে ব্যস্ত হয়ে পড়েছেন। জলপাইগুড়ি সদর ব্লকের বোয়ালমারী প্রসন্নগর পাড়ায় কৃষক পরিবারের মহিলা এবং পুরুষরা একত্রে ধান রোপণ করছেন। 
কৃষক অজয় সরকার বললেন, ‘‘এ বছর ধান ধান গাড়ার কাজ একটু তাড়াতাড়ি হচ্ছে। কেননা সময়মতো জমিতে জল পাওয়া গেছে।’’ তিনি বলেন, ‘‘এবার ধান রোপন করতে বিঘা প্রতি ১৩৫০-১৫০০ টাকা রেট  রয়েছে। প্রতিদিনের জিনিসপত্রের দাম বাড়ার কারণে অন্যান্য বছরে তুলনায় এ বছর ধান রোপনের খরচ একটু বেড়েছে।’’
সদর ব্লকের বিভিন্ন গ্রামীণ এলাকায় চলছে ধান রোপণের কাজ। 

Comments :0

Login to leave a comment