ধুতি পড়ায় মলে ধুকতে দেওয়া হয়নি কর্ণাটকের এক কৃষককে। বৃহস্পতিবার সেই মল কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর। সামাজিকমাধ্যমে ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা গিয়েছে মঙ্গলবার একজন কৃষক ধুতি পাঞ্জাবি পড়া অবস্থায় বেঙ্গালুরুর একটি মলে ঢুক ছিলেন সেই সময় তাকে আটকায় নিরাপত্তা কর্মীরা। জানিয়ে দেওয়া হয় এই পোশাক পড়ে ভিতরে যাওয়া যাবে না। ভিডিও ছড়িয়ে পড়তে বিভিন্ন মহল থেকে সমালোচনা শুরু হয়। বিভিন্ন কৃষক সংগঠনের পক্ষ থেকে নিন্দা জানানো হয় এই ঘটনার।
কৃষকদের পক্ষ থেকে বুধবার ওই মলের বাইরে বিক্ষোভ দেখানো হয়। তারা দাবি জানায় অবিলম্বে মল কর্তৃপক্ষকে ক্ষমা চাইতে হবে ওই কৃষকের কাছে।
Karnataka
কৃষককে মলে ঢুকতে না দেওয়ায় কর্তৃপক্ষের বিরুদ্ধে দায়ের হলো এফআইআর
×
Comments :0