৪.২ কম্পাঙ্কের ভূমিকম্পে শুক্রবার কেঁপে উঠল গুজরাটের কচ্ছ অঞ্চল। সংবাদসংস্থা পিটিআই জানাচ্ছে, এদিন সকালে কচ্ছ জেলার রাপার শহরের কাছে সর্বপ্রথম কম্পন ধরা পড়ে। যদিও কম্পনের ফলে কোনও ক্ষয়ক্ষতি কিংবা প্রাণহানীর খবর মেলেনি।
ইন্সটিটিউট অফ সিসমোলজিক্যাল রিসার্চ জানাচ্ছে, রাপারের ১৯ কিলোমিটার পশ্চিম-দক্ষিণ পশ্চিমে ৪.২ কম্পাঙ্কের ভূমিকম্পের খবর মিলেছে। শুক্রবার সকাল ৯টা নাগাদ কম্পন হয়। ভূপৃষ্টের ১৯.৫ কিলোমিটার গভীরে এই কম্পনের উৎসস্থল।
আধিকারিকরা জানাচ্ছেন, কম্পনের রেশ রাজকোট শহরেও মিলেছে। যদিও সেখানেও ক্ষয়ক্ষতির খবর মেলেনি।
Comments :0