সরকারি আবাসনে লটারির মাধ্যমে ফ্ল্যাট পেয়েছিলেন এক মুসলিম মহিলা। তার বিরোধীতায় নেমেছেন আবাসনের বেশ কিছু বাসিন্দা। ঘটনাস্থল গুজরাটের ভাডোডরা।
ইন্ডিয়ান এক্সপ্রেস এই সংক্রান্ত একটি প্রতিবেদন প্রকাশ করেছে। সেটি নিজের এক্স অ্যাকাউন্ট( পূর্বতন টুইটার) থেকে শেয়ার করেন অল্ট নিউজের প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের।
প্রতিবেদনে বলা হয়েছে ভাডোডরা কর্পোরেশনের নিম্ন আয়ের ব্যক্তিবর্গের জন্য হওয়া আবাসন প্রকল্পে লটারির মাধ্যমে ২০১৭ সালে একটি ফ্ল্যাট পান ৪৪ বছরের এক মুসলিম মহিলা। অভিযোগ, দীর্ঘ ৬ বছর পেরিয়ে গেলেও, আবাসনের বেশ কিছু বাসিন্দার আপত্তিতে তিনি নিজের ফ্ল্যাটে ঢুকতে পারেন নি। ৪৬২টি ফ্ল্যাট বিশিষ্ট আবাসনের ৩৩ জন বাসিন্দা জেলা শাসক ও অন্যান্য আধিকারিকদের চিঠি দিয়ে জানিয়েছেন, ‘‘মুসলিম সমাজের একজন মানুষ আমাদের প্রতিবেশি হলে এখানে আইন শৃঙ্খলার সমস্যা দেখা দিতে পারে।’’
এই ঘটনার প্রেক্ষিতে ওই মহিলা জানিয়েছেন, ‘‘আমি চেয়েছিলাম আমার ছেলে সবার সঙ্গে মেলামেশা করে বেড়ে উঠুক। আমি নিজেও একই ভাবে বড় হয়েছি। তাই জন্য মুসলিম মহল্লার বদলে সরকারি আবাসনে ফ্ল্যাট পাওয়ার জন্য দরখাস্ত করেছিলাম। কিন্তু কিছু মানুষের জন্য আমার স্বপ্ন ভেঙে যেতে বসেছে।’’
মহম্মদ জুবের এই খবরটি শেয়ার করার সঙ্গে সঙ্গে তা রিতিমত ভাইরাল হয়ে যায়। আরজেডি’র রাজ্য সভার সাংসদ মনোজ ঝা বলেছেন, ‘‘প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বোঝা উচিত গুজরাটে সামাজিক ভাবে বিদ্বেষ কোন স্তরে এসে পৌঁছেছে।’’
Comments :0