Hooghly BSF Jawan

পাকিস্তানে আটক ছেলেকে ফিরিয়ে আনতে কেন্দ্রের কাছে আর্জি বাবার

রাজ্য জেলা

দুদিন পেরিয়ে গেছে, এখনো পাকিস্তানের হাতে আটক বিএসএফ জওয়ান পূর্নম কুমার সাউ। রিষড়ার বাড়িতে দুশ্চিন্তা। শুক্রবার সকালে বিএসএফ হেড কোয়ার্টার থেকে ফোন করে জানানো হয় ফ্ল্যাগ মিটিং হয়েছে। বিএসএফ জওয়ানের পরিবার আশাবাদি ছাড়া পাবেন পূর্নম কুমার সাউ। পাক রেঞ্জারের হাতে আটক জওয়ান কেমন আছে, এখনও জানেনা পরিবার।
সময় যাচ্ছে উৎকণ্ঠায় দিন কাটচ্ছে বিএসএফ জওয়ানের বাবা মা স্ত্রী ও সন্তানের। ছেলের কথা ভেবে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছেন পুনমের মা দেবন্তী দেবী ও স্ত্রী রজনী। হুগলির রিষড়া পৌরসভার ১৩ নম্বর ওয়ার্ডের হরিসভার বাসিন্দা বছর ৪০’র পুর্নম কুমার সাউ বর্ডার পার করে পাকিস্তানের রেঞ্জার এর হাতে আটক হন। আর এই খবর পাওয়ার পরেই দুশ্চিন্তায় পড়েছিল জওয়ানের পরিবার। পাঞ্জাবের পাঠানকোটের ফিরোজপুর বর্ডারে পোস্টিং ছিল চব্বিশ ব্যাটেলিয়ানের বিএসএফ কনস্টেবলের। সেখানে ডিউটি করার সময় কিছুটা ক্লান্ত হয়ে পড়লে গাছের নিচে আশ্রয় নেন তিনি। বর্ডার পার করায় তাঁকে পাকিস্তান রেঞ্জারস আটক করে। তারপর থেকে এখন কেমন আছে তা জানতে পারেনি জওয়ানের পরিবার। তাদের একটাই প্রশ্ন ছেলে কেমন আছে ? কোথায় আছে? কিভাবে আছে ? কিছুই জানা নেই। কেন্দ্র ও রাজ্য সরকারের কাছে দাবি দ্রুত ফিরিয়ে আনা হোক তাদের ছেলেকে। এদিকে স্বামীর এই দুঃসংবাদে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েন তার অন্তঃসত্ত্বা স্ত্রী রজনী। ছুটি পেলেই বাড়িতে চলে আসতেন জওয়ান। দোলের সময় ছুটি কাটিয়ে ডিউটি জয়েন করেছিলেন। কিন্তু তারপর এই সংবাদ শুনতে হবে তা কল্পনাও করতে পারেনি তার পরিবার।


এনিদ পূর্নমের বাবা ভোলানাথ সাউ বলেন, ছেলেকে নিয়ে আমি এখন খুব চিন্তিত। তার কোন খবর আমি পাইনি। তবে বিএসএফ আধিকারিকদের সঙ্গে কথা বলতে চাইলে তারা জানান মিটিংয়ে ব্যস্ত রয়েছেন। আমি দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ , প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং’র কাছে আবেদন করছি যত তাড়াতাড়ি সম্ভব আমার ছেলেকে দেশে ফিরিয়ে আনা হোক। রাজ্য ও কেন্দ্রীয় সরকারের সঙ্গে যেন সহযোগিতা করে তারও আমি আবেদন জানাই। তিন দিন ধরে রান্না বান্না বন্ধ বাড়িতে। আমার বৌমা অন্তঃসত্ত্বা সে বারবার অজ্ঞান হয়ে যাচ্ছে। আমরা নিজেরা বাঁচবো কি বাঁচবো না সেটাও আমরা চিন্তা করছি। পাকিস্তানের উপরে আমাদের কোন ভরসা নেই তারা কখন কি করে দেবে। আমার ছেলেকে যে কোন প্রকারে ভারতে নিয়ে আসা হোক। আবার দেশের হয়ে লড়ুক আমি এটাই চাই।
এদিন পুনম কুমারের পরিবারবর্গের সঙ্গে দেখা করলেন সিপিআই(এম) রাজ্য নেতৃত্ব তীর্থঙ্কর রায়, জেলা নেতৃত্ব সুদীপ সাহা সহ প্রতিনিধিদল।

Comments :0

Login to leave a comment