আয়ারল্যান্ড টসে জিতে প্রথম ব্যাট করার সিদ্ধান্ত নেয়। দক্ষ ভারতীয় বোলারদের বোলিং-এর সামনে আয়ারল্যান্ডের ব্যাটিং লাইন আপ সম্পূর্ণরূপে ভেঙে পড়ে। অ্যান্ড্রু বালবির্নি ও পল স্টার্লিং ছিলেন আয়ারল্যান্ড দলের ওপেনিং ব্যাটম্যান। ১৬ ওভারের ৯৬ রান করে আয়ারল্যান্ড টীম অলআউট হয়ে যায়।
অপরদিকে ভারত অতি সহজে দুটি উইকেটের বিনিময় তাদের লক্ষ্য ৯৭ রান ১২ ওভারেই করে ফেলে।
ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা বিরাট কোহলিকে সঙ্গে নিয়ে ওপেনিং করতে নামেন। মাত্র ১ রান করে বিরাট কোহলি আউট হয়ে যায়। বিরাটের উইকেট নেন আয়ারল্যান্ডের মার্ক অ্যাডায়ার। রোহিত শর্মা অপরাজিত থেকে ৫২ রান করেন। ম্যাচ চলাকালীন অষ্টম ওভারে রোহিত শর্মার হাতে চোট লাগে। তারপরও সে তার খেলা চালিয়ে যেতে থাকে। কিন্তু অর্ধশত রান করার পর তার হাতের ব্যাথা বাড়ার জন্য সে আর ব্যাট করতে পারে না। তখন তার পরিবর্তে ব্যাট করতে আছে সূর্য কুমার যাদব।
ম্যান অফ দ্যা ম্যাচ হয় ভারতীয় বোলার যশপ্রিত বুমরাহ। দুটি উইকেটের বিনিময় মাত্র ৯ রান দেন তিনি।
আগামী ৯ জুন ভারতীয় সময় রাত্রি ৮টায় ভারত বনাম পাকিস্তানের ম্যাচ।
Comments :0