টানা বর্ষণের জেরে আলিপুরদুয়ার শহরের বিভিন্ন ওয়ার্ডে বাড়িতে ঢুকল জল। শহরের ১.৫, ৮,৯,১৫ নম্বর ওয়ার্ড সহ একাধিক এলাকা প্লাবিত হয়েছে রবিবার।
জল ঢুকে পড়ায় বাড়িতে বন্দী রয়েছেন অন্তত ৫ হাজারের বেশি শহরবাসী। বিভিন্ন ওয়ার্ডে নামানো হয়েছে নৌকাও। শহরের নিচু এলাকায় ৯টি নৌকো নামানো হয়েছে। কোথাও বুক জল কোথাও বা হাঁটু জল পেরিয়ে বাড়ি থেকে বেরতে হচ্ছে শহরবাসীকে।
বিভিন্ন এলাকায় অভিযোগ, এখনও পর্যন্ত ত্রাণের ব্যবস্থা করেনি প্রশাসন।
অন্যদিকে আলিপুরদুয়ার জেলার বিভিন্ন নদী ফুলে ফেঁপে উঠেছে। রায়ডাক, সংকোশ, ডিমা, কালজানি, বাছরা নদী ফুঁসছে। কালচিনি ব্লকের বাছরা নদীর জল সেন্ট্রাল ডুয়ার্স চা-বাগানে ঢুকে গিয়েছে। ডিমা নদীর বাঁশের সাঁকো ভেঙে গিয়েছে। নদীর ওপার থেকে শহরে আসতে হলে কয়েক ৪ কিলোমিটার পেরিয়ে বড় ব্রিজ দিয়ে আসতে হচ্ছে।
আবহাওয়াবিদদের মতে আগামী ৪৮ ঘন্টা ভুটান পাহাড়ে লাগাতার বৃষ্টি হলে জেলা জুড়ে ভয়াবহ বন্যা হওয়ার সম্ভাবনা রয়েছে।
ALIPURDUAR INNUNDATED
আলিপুরদুয়ার শহরে ঘরে ঢুকছে জল, আটকে ৫ হাজার
×
Comments :0