mob lynching

চোপড়ায় খাপ পঞ্চায়েত বসিয়ে মহিলাকে মারধর তৃণমূল নেতার

রাজ্য

প্রকাশ্য রাস্তায় একজন মহিলা এবং একজন পুরুষকে মাটিতে ফেলে বেধরক মারছে তৃণমূল নেতা। গোটা বিষয়টা দাঁড়িয়ে দেখছে এলাকার মানুষ। ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার চোপড়া ব্লকের লক্ষীপুর গ্রাম পঞ্চায়েতে।

দুই ব্যাক্তির বিরুদ্ধে বিবাহ বহির্ভুত সম্পর্ক। তারজন্য খাপ পঞ্চায়েত বসায় তৃণমূল নেতা জেসিবি। ২ লক্ষ টাকার ক্ষতিপুরন ধার্য করেন। টাকা দিতে রাজি না হওয়ায় শুরু হয় মার।

চোপড়ার বিধায়ক হামিদুর রহমানের আশ্রিত দুষ্কৃতি, একাধিক মার্ডার কেসের আসামী এলাকার ত্রাস তাজেমুল ওরফে জেসিবি।

 

জানা গিয়েছে  যেই মহিলাটিকে মারা হয়েছে তিনি বিবাহিতা। স্বামী সহ দুটি সন্তান রয়েছে তার। বিবাহ বহির্ভূত সম্পর্কে জড়িয়ে পড়ায় পরিবারে অশান্তি শুরু হয়। 

মহিলা ওই পুরুষের সাথে পালিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছেন। এর পর দুজনের বিরুদ্ধে কাপ পঞ্চায়েত বসায় তৃণমূল সেখানে শাস্তি হিসাবে তৃণমূল নেতা জেসিবিকে ২ লক্ষ টাকা জরিমানা দেওয়ার কথা বলা হয়। দুজনে জানা  যে ওই টাকা তারা দিতে পারবে না। তারপরই প্রকাশ্যে লাঠি দিয়ে দুজনকে মারতে শুরু করে ওই তৃণমূল নেতা।

জানা গিয়েছে যেই ব্যাক্তি এই ঘটনার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল করেছেন তিনি এখন বাড়ি ছাড়া, তার কোন খোঁজ পাওয়া যাচ্ছে না।

গোটা ঘটনাটি টুইট করে নিন্দা জানিয়েছেন সিপিআই(এম) রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম। 

 

Comments :0

Login to leave a comment