শনিবার হাজারতম দিনে পা দিয়েছে এসএসসির বঞ্চিত চাকরি প্রার্থীদের অবস্থান। বিমান বসুর নেতৃত্বে চাকরি প্রার্থীদের সাথে দেখা করেন বামফ্রন্টের প্রতিনিধিরা। তারা বেরিয়ে আসতেই হঠাৎ সেখানে হাজির হন তৃণমূল নেতা কুণাল ঘোষ। তাকে দেখতেই ‘চোর চোর’ বলে ওঠেন চাকরি প্রার্থীরা।
ঘটনাটি যখন ঘটে তখন সেখানে ছিলেন কংগ্রেস নেতা কৌস্তভ বাগচী। তিনি বলেন, ‘‘কুণাল ঘোষ একজন সনামধন্য চোর। নাটক করতে এসেছে।’’
ভীড়ের মধ্যে এক চাকরি প্রার্থী বলেন, ‘‘সারদার টাকা চুরি করেছে। আমাদের চাকরি চুরি করেছে।’’ চাকরি প্রার্থীদের প্রশ্ন, ‘তাদের চাকরি চুরি করে মঞ্চে কেন এসেছেন তৃণমূলের প্রতিনিধি?’
কুণালকে দেখে অনেকে বলেন, ‘তিন বছরের জেল খাটা আসামী কেন এসেছে?’
প্রেস ক্লাবের সমানে মুখ্যমন্ত্রী চাকরি প্রার্থীদের সাথে দেখা করে নিয়োগের প্রতিশ্রুতি দিলেও সেই প্রতিশ্রুতি তিনি রাখেননি। ৯৯৯ দিন চাকরি প্রার্থীরা রাস্তায় বসে থাকলেও তৃণমূলের কোন প্রতিনিধি যায়নি তাদের কথা শুনতে।
Comments :0