মালদহের হরিশচন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির বোর্ড গঠন করলো বামফ্রন্ট এবং কংগ্রেস। মঙ্গলবার সভাপতি ও সহকারী সভাপতি নির্বাচন হয়। সভাপতি পদে বামফ্রন্ট এবং কংগ্রেস জোটের হয়ে কংগ্রেসের তহমিনা খাতুন ১১-১০ ভোটে জয়ী হয়ে সভাপতি নির্বাচিত হয়েছেন। সহকারী সভাপতি পদে একই ব্যাবধানে জয়ী হয়েছেন সিপিআই(এম)’র আব্দুল তাহের।
বোর্ড দখল করার জন্য তৃণমূলের পক্ষ থেকে বহু চেষ্টা করা হয়। কাঁচা বাঁশের লাঠি তৈরি করার ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে ইতিমধ্যে। বিরোধীরা দাবি করেছিলেন বোর্ড গায়ের জোড়ে ধরে রাখার জন্য তৃণমূলের গুন্ডাবাহিনী বাঁশের লাঠি প্রস্তুত করছিল। তবে শাসক দল যে হামলা চালাবে বা চালাতে পারে তা অনুমান করেই সিপিআই(এম) এবং কংগ্রেসের কর্মী সমর্থকরাও জমায়েত করেন পঞ্চায়ের অফিসের বাইরে।
হরিশচন্দ্রপুর-১ পঞ্চায়েত সমিতির ২১ জন সদস্যের মধ্যে বাম-কংগ্রেস ১১ এবং তৃণমূল ১০। হরিশচন্দ্রপুরের ৭ গ্রাম পঞ্চায়েতের সবকটি জোটের দখলে।
Comments :0