ইইউইএফএ চ্যাম্পিয়ন্স লিগ (UEFA Champions League) খেতাব জিতল ম্যানচেস্টার সিটি। ইন্টার মিলানকে (Inter Milan) ১-০ গোলে হারাল পেপ গুয়ারদিওলার (Pep Guardiola) ছেলেরা।
ম্যাচের শুরু থেকেই চাপ বজায় রাখে সিটি ব্রিগেড। তবে ইন্টারের রক্ষণভাগের প্রশংসা অবশ্যই করতে হবে। আক্রমণ এবং প্রতি আক্রমণে খেলা বেশ জমে ওঠে। খেলার ৬ মিনিটে বার্নার্ডো সিলভা (Bernardo Silva) সহজ সুযোগ মিস না করলে ফলাফল অন্যরকম হতে পারত। ম্যাচের ২৭ মিনিটে হালান্ডের (Erling Haaland) শট সেভ করেন ইন্টার গোলরক্ষক। তবে ঠিক ৩৫ মিনিটের মাথায়, কেভিন ডি ব্রুয়েনার (Kevin De Bruyne) চোটের ফলে বাধ্য হয়েই খেলোয়াড় পরিবর্তন করতে হয় সিটি কোচকে। প্রথমার্ধে গোলশূন্যভাবেই শেষ হয়।
ম্যাচের দ্বিতীয়ার্ধে আরও আক্রমণাত্মক হয়ে ওঠে ম্যানচেস্টার সিটি। ফলস্বরূপ, ম্যাচের ৬৮ মিনিটে রডরিগোর (Rodrigo) গোলে এগিয়ে যায় সিটি। এটিই ম্যাচের একমাত্র গোল। যদিও পাল্টা চেষ্টা ইন্টারও করে, কিন্তু গোল পায়নি। অতিরিক্ত ডিফেন্সিভ পরিকল্পনার মাশুলই দিতে হল তাঁদের। সর্বমোট ৫৬% বল পজিশন নিয়ে জয় পেল সিটি।
এই জয়ের ফলে প্রথমবারের জন্য ইউরোপ সেরার তকমা পেল ম্যানচেস্টার সিটি।
Comments :0