Train Cancelled

ফের বাতিল ১৬৬ লোকাল সহ বহু এক্সপ্রেস ট্রেন

রাজ্য

খড়গপুর ডিভিশনের আন্দুল স্টেশনে চলবে নন ইন্টারলকিং’র কাজ সেই জন্য একাধিক লোকাল, মেল এক্সপ্রেস ট্রেন বাতিলের করার কথা ফের জানালো রেল। বৃহস্পতিবার দক্ষিণ পূর্ব রেলে তরফে একথা জানানো হয়েছে। ফের চরম দুর্ভোগে পড়তে চলেছে রেলযাত্রীরা। টানা ১০ দিন ধরে চলবে নন ইন্টারলকিংয়ের কাজ, খড়গপুর ডিভিশনে বাতিল ১৬৬টি লোকাল মেল এবং এক্সপ্রেস ট্রেন। দক্ষিণ পূর্ব রেলে তরফে জানানো হয়েছে আগামী ২২ জুন থেকে ১ জুলাই  টানা ১০ দিন বাতিল থাকবে শতাধিক এক্সপ্রেস ও লোকাল ট্রেন। 
ট্রেন বাতিলের জেরে যাত্রীদেরই ফের ভোগান্তির মধ্যে পড়তে হতে পারে পারে আশঙ্কা করা হচ্ছে। আন্দুলে নন ইন্টারলকিংয়ের কাজের জেরে আগামী ২২ জুন থেকে ১ জুলাই পর্যন্ত বাতিল করা হয়েছে ৩২ জোড়া এক্সপ্রেস ট্রেন। ১৬৬টি লোকাল ট্রেন, এছাড়াও ১১ জোড়া এক্সপ্রেস ট্রেনের যাত্রাপথেরও পরিবর্তন করা হচ্ছে। যাত্রাপথ সংক্ষিপ্ত করা হচ্ছে ৩ জোড়া এক্সপ্রেস ট্রেনের। ৮ জোড়া এক্সপ্রেস ট্রেনের সময় পরিবর্তন করা হচ্ছে বলে রেল সূত্রে খবর। 
গত বৃহস্পতিবার রাত বারোটা থেকে শিয়ালদহ স্টেশনের ১ থেকে ৫ নম্বর প্ল্যাটফর্মের লাইন সম্প্রসারণের কাজ শুরু হয়েছে। রেললাইন ঠিক করার পাশাপাশি চলছে ওভারহেডের তার টানার কাজ। তার জেরে একগুচ্ছ ট্রেন বাতিল করা হয়। তীব্র হয়রানির মধ্যে পড়তে হয় যাত্রীদের। ঘন্টার পর ঘন্টা দেরিতে চলা ট্রেন, ভিড়ে ট্রেনে উঠতে না পেরে টিটাগড়ে একজন যাত্রীর মৃত্যু সহ চরম বিশৃঙ্খলা পরিস্থিতি তৈরি হয়েছিল! আবারও ১৬৬ টি ট্রেন বাতিলের নয়া ঘোষণাতে, সেই সদ্য সমাপ্ত বিভীষিকাই যেন ফেরত আসতে চলেছে বলে মনে করছে নিত্যযাত্রী মহল।
রেল সূত্রে জানা গিয়েছে তাম্রলিপ্ত এক্সপ্রেস, ইস্পাত এক্সপ্রেস, কান্ডারী এক্সপ্রেস, ধৌলি আরন্যক, শতাব্দী, ইন্টারসিটি, হিন্দ এক্সপ্রেস, স্টিল এক্সপ্রেস এর মতো গুরুত্বপূর্ণ এক্সপ্রেস ট্রেন বাতিল হচ্ছে। পুরী-শিয়ালদহ, হাওড়া-পুনে, নয়াদিল্লী-ভুবনেশ্বর দুরন্ত এক্সপ্রেসের যাত্রা পথ পরিবর্তন, প্রয়োজনে সময় পরিবর্তন করা হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে রেল সূত্রে। রেল সূত্রে বলা হচ্ছে দশ দিনের জন্য এই সমস্যা চলবে।

Comments :0

Login to leave a comment