ISRAEL PALESTINE CONFLICT

সংসদে হামাস প্রশ্নের উত্তর দেননি তিনি, দাবি রাষ্ট্রমন্ত্রী লেখীর

জাতীয় আন্তর্জাতিক

israel palestine conflict hamas usa israel iran india bengali news bjp

হামাস-কে কি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করার কোনও পরিকল্পনা রয়েছে কেন্দ্রের? লোকসভায় সরকারের কাছে এই প্রশ্ন রেখেছিলেন কংগ্রেস সাংসদ কুম্বাকুডি সুধাকরণ। শুক্রবার কেন্দ্রীয় বিদেশ মন্ত্রকের তরফে জবাবও আসে। সোশ্যাল মিডিয়ায় ঘুরতে শুরু করে সেই জবাবের নথি। সেখানে জ্বলজ্বল করছে বিদেশ প্রতিমন্ত্রী মীনাক্ষি লেখীর নাম। যদিও শনিবার থেকে মীনাক্ষি লেখী প্রচার শুরু করেছেন, এই প্রশ্নের উত্তর আমি দিইনি। এর উত্তর আমার দেওয়ার কথা নয়। এর উত্তর দেওয়ার কথা বিদেশমন্ত্রকের অপর প্রতিমন্ত্রী ভি মুরলীধরণের। 

লেখীর তৎপরতার পরে বিদেশমন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচী জানিয়েছেন, ভুল বসত ভি মুরলীধরণের বদলে মীনাক্ষি লেখীর নামে উত্তর চলে গিয়েছে। সেটা সংশোধন করা হচ্ছে। 

কেরালার কেন্দ্রের কংগ্রেস সাংসদ কুম্বাকুডি সুধাকরণ লোকসভায় ‘আন-স্টার্ড’ প্রশ্নোত্তর বিভাগে সরকারের সামনে ২টি প্রশ্ন রাখেন। তিনি জানতে চান, হামাসকে কি সন্ত্রাসবাদী সংগঠন হিসেবে ঘোষণা করার কোনও পরিকল্পনা রয়েছে কেন্দ্রের? তিনি বিষদে জানতে চান, সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণার পরিকল্পনা থাকলে তার কারণ কি, এবং না থাকলেই বা তার কারণ কি। 

তাঁর দ্বিতীয় প্রশ্ন ছিল, ইজরায়েল সরকারের তরফে কি ভারতের কাছে হামাসকে সন্ত্রাসবাদী ঘোষণা করার দাবি জানানো হয়েছে? দাবি জানানো হয়ে থাকলে তারও তথ্য জানতে চান তিনি।

শুক্রবার বিদেশমন্ত্রকের তরফে লিখিত আকারে এই প্রশ্নের উত্তর দেওয়া হয়। প্রশ্নের ক্রমিক সংখ্যা-৯৮০। মীনাক্ষি লেখীর নাম উল্লেখ করে মন্ত্রকের তরফে বলা হয়, ‘‘সন্ত্রাসবাদী সংগঠনের সংজ্ঞা ইউএপিএ আইনে স্পষ্ট লেখা রয়েছে। সেই সংজ্ঞা অনুযায়ী কোনও সংগঠনকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করে থাকে সংশ্লিষ্ট কেন্দ্রীয় মন্ত্রক।’’

সরকারী উত্তরে স্পষ্ট করা হয়নি হামাসকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হবে কি না।

শুক্রবার বিকেল থেকেই কংগ্রেসের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলগুলিতে বিদেশ মন্ত্রকের এই নোটের কপি ঘুরতে শুরু করে। তার কিছু পরেই আসরে নামেন স্বয়ং মীনাক্ষি লেখী। তিনি সোশ্যাল মিডিয়া এক্সে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করকে ট্যাগ করে লেখেন, ‘‘ভুল তথ্য ছড়ানো হচ্ছে। আমি হামাস সংক্রান্ত কোনও সরকারি কাগজে সই করিনি।’’

এর কয়েক ঘন্টা পরেই অরিন্দম বাগচী বিজ্ঞপ্তি জারি করে জানিয়েছেন, ‘‘সংসদে ৯৮০ নম্বর ‘আন-স্টার্ড’ প্রশ্নের উত্তর দেওয়ার কথা শ্রী ভি মুরলীধরণের। আমরা দ্রুত ভুল সংশোধন করে নিচ্ছি।’’

এর পরবর্তীতে সাংবাদিকরা মীনাক্ষি লেখীকে প্রশ্ন করেন, লোকসভা এবং বিদেশমন্ত্রকের ওয়েবসাইটে তো প্রশ্নের উত্তরে আপনার নাম দেখাচ্ছ। মীনাক্ষি লেখী উত্তর দিয়েছেন, ‘‘তদন্তে প্রমাণিত হবে এই ঘটনার জন্য দায়ী কে।’’

ওয়াকিবহাল মহলের বক্তব্য, বিজেপির অভ্যন্তরে উগ্র হিন্দুত্ববাদী এবং মুসলমান বিদ্বেষী অংশের গুরুত্বপূর্ণ সদস্য হলেন লেখী। এই অংশ ক্রমাগত ইজরায়েল-প্যালেস্তাইন সংঘর্ষকে মুসলমান-ইহুদি সংঘাত হিসেবে দেখানোর চেষ্টা করেছে। এই অংশ হামাসকে খোলাখুলি সন্ত্রাসবাদী বলে থাকে। অথচ সোশ্যাল মিডিয়ায় ঘুরতে থাকা নোটে স্পষ্ট, মীনাক্ষি লেখীর নামে পাশ হওয়া লিখিত উত্তরে সরকার কোথাও স্পষ্ট করেনি যে হামাসকে সন্ত্রাসবাদী হিসেবে ঘোষণা করা হবে। তাই পরিস্থিতি সামাল দিতে আমলাদের সাহায্যে অপর প্রতিমন্ত্রীর ঘাড়ে দায় ঠেললেন লেখী।


 

Comments :0

Login to leave a comment