কুস্তি ফেডারেশন কর্তৃত্ব হাতে থাকল সেই ব্রিজভূষণের হাতেই। বিজেপি’র প্রাক্তন এই সাংসদের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগে সোচ্চার হয়েছিলেন বলবন্ত পুনিয়া, সাক্ষী মালিকের মতো কুস্তিগিররা।
মঙ্গলবার কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রক সাসপেনশন তুলে নেওয়ায় ভারতীয় কুস্তি ফেডারেশন ফের চালু করবে কাজ। ফেডারেশন থেকে ব্রিজভূষণ সরতে বাধ্য হলেও বসিয়েছেন তাঁই অনুগামী সঞ্জয় সিং-কে।
পুনিয়া, মালিকের পাশাপাশি ভিনেশ ফোগট সরব হয়েছিলেন সঞ্জয় সিংয়ের বিরুদ্ধেও। তাঁরাই বলেছিলেন আড়ালে থেকে কুস্তি ফেডারেশনকে হাতের মুঠোয় রাখবেন ব্রিজভূষণই।
কুস্তিগিররা প্রতিবাদে নামলেও কেন্দ্রের বিজেপি সরকার ব্রিজভূষণের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেয়নি। বস্তুত সুপ্রিম কোর্টে আবেদন জানিয়ে তাঁর বিরুদ্ধে দায়ের হয়েছিল অভিযোগ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের দিল্লি পুলিশ যদিও বিভিন্ন সময়ে মাটিতে ফেলে ধরপাকড় চালিয়েছে ভিনেশ, সাক্ষীদের ওপর। কুস্তির আন্তর্জাতিক নিয়ামক প্রতিষ্ঠান ব্রিজভূষণকে ঘিরে আপত্তি জানালে ব্যবস্থা নিতে বাধ্য হয় ক্রীড়া মন্ত্রক।
এদিন সাসপেনশন তুলে নেওয়ার সিদ্ধান্ত জানিয়ে ক্রীড়ামন্ত্রক বলেছে, ‘স্পট ভেরিফিকেশন কমিটি দেখেছে যে ভারতীয় কুস্তি ফেডারেশন প্রয়োজনীয় ব্যবস্থা নিয়েছে। কুস্তিগির এবং ক্রীড়াজগতের স্বার্থ মাথায় রেখে সাসপেনশন প্রত্যাহার করা হচ্ছে।’
কিন্তু সংশ্লিষ্ট মহল মনে করাচ্ছে যে সঞ্জয় সিং-কে সভাপতি রেখে তোলা হলো সাসপেনশন। যে সঞ্জয় সিং জয়ের পর জানিয়েছিলেন ব্রিজভূষণের মতো তিনিও প্রতিবাদ দাবিয়ে রাখার পক্ষে।
WFI SUSPENSION
উঠল সাসপেনশন, কর্তৃত্বে মহিলা কুস্তিগিরদের নিপীড়নে দায়ী সেই ব্রিজভূষণই

×
Comments :0