নিহত অ্যাপ ক্যাব চালক জয়ন্ত সেনের বাড়িতে গেলেন সিপিআই(এম) কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। এই ক্যাব চালককে পিটিয়ে হত্যা করা হলেও কাউকে গ্রেপ্তার করেনি পুলিশ। উলটে ‘অনিচ্ছাকৃত খুন’ বলে অভিযোগ দায়ের করেছে।
৪ মার্চ রাতে সামান্য গাড়ি রাখাকে কেন্দ্র করে বচসায় জয়ন্ত সেনকে মারাত্মক আক্রমণ করে ৫ দুষ্কৃতী। প্রবল মারধর করায় হাসপাতালে গুরুতর অবস্থায় ভর্তি করতে হয় তাঁকে। ৭ মার্চ হাসপাতালে মৃত্যু হয় জয়ন্ত সেনের।
পুলিশ অনিচ্ছাকৃত খুনের মামলা দায়ের করে। অথচ ঘটনার ৭ দিন পরেও গ্রেপ্তার হয়নি কেউ।
সুজন চক্রবর্তী সহ সিপিআই(এম) নেতৃবৃন্দ এসেছিলেন বিজয়গড়ের খুন হয়ে যাওয়া অ্যাপ ক্যাব চালক জয়ন্ত সেনের বাড়িতে। পিটিয়ে হত্যা করা হলে কিভাবে ‘অনিচ্ছাকৃত খুন’ বলে মামলা দায়ের করা যায় তা নিয়ে আগেই প্রশ্ন তোলেন সুজন চক্রবর্তী। স্থানীয় কাউন্সিলর তথা যাদবপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল বিধায়ক দোষীদের আড়াল করার চেষ্টা করছেন কিনা, তা নিয়েও প্রশ্ন তোলেন চক্রবর্তী।
সুজন চক্রবর্তীর সঙ্গে ছিলেন সুদীপ সেনগুপ্ত, পৃথা এবং যাদবপুর-১ এরিয়া কমিটির নেতৃবৃন্দ।
দীর্ঘক্ষণ কথা হয় জয়ন্ত সেনের ভাই সহ পরিবারের সদস্যদের সাথে।
পরিবারের সঙ্গে কথা বলে সুজন চক্রবর্তীর নেতৃত্বে ৫ সদস্যের প্রতিনিধিদল যাদবপুর থানায় গিয়ে ভারপ্রাপ্ত আধিকারিকের সঙ্গে দেখা করে। অবিলম্বে দোষীদের গ্রেপ্তারি আর কঠোর শাস্তির দাবি জানিয়ে আসেন।
Cab Driver Murder
বিজয়গড়ে নিহত ক্যাব চালকের বাড়ি গেলেন সুজন চক্রবর্তী

×
Comments :0