যাঁরা দেশ ও রাজ্যে মানুষের অধিকার, গণতন্ত্র, রুটিরুজি, মাথা উঁচু করে বেঁচে থাকার অধিকারকে প্রতিনিয়ত ভাঙছে, তাদের রুখতে হবে। শনিবার বেহালা চৌরাস্তায় এক নির্বাচনী জনসভায় একথা বলেছেন যুবনেত্রী মীনাক্ষী মুখার্জি। তিনি বলেন, ভাঙার বিরুদ্ধে গড়ার স্বপ্ন শপথ নিয়েই দিকে দিকে মানুষ এককাট্টা হচ্ছেন। মানুষ যত ঐক্যবদ্ধ হচ্ছে তৃণমূল-বিজেপির পায়ের তলার জমি ততই আলগা হচ্ছে।
এদিন কলকাতা দক্ষিণ লোকসভা কেন্দ্রে বামফ্রন্ট মনোনীত কংগ্রেস সমর্থিত সিপিআই(এম) প্রার্থী সায়রা শাহ হালিমের সমর্থনে এই জনসভা অনুষ্ঠিত হয়। এদিন কসবার বিজন সেতু এলাকাতেও কলকাতা দক্ষিণ কেন্দ্রে বামফ্রন্ট প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভায় বক্তব্য রাখেন মীনাক্ষী মুখার্জি।
সভা দুটিতে মীনাক্ষী মুখার্জি ছাড়াও বক্তব্য রাখেন সিপিআই(এম) নেতা সুদীপ সেনগুপ্ত, নীহার ভক্ত, কংগ্রেস নেতা সৌমেন বিশ্বাস, মহিলা নেত্রী সমিতা হরচৌধুরী, সিপিআই নেতা তাপস সিনহা, আরএসপি'র সর্বানী ভট্টাচার্য সহ বামফ্রন্ট ও কংগ্রেসের নেতৃবৃন্দ। বেহালা চৌরাস্তার সভা পরিচালনা করেন রতন ভাদুড়ি। বিজন সেতুর সভা পরিচালনা করেন দীপু দাস। বেহালার সভায় উপস্থিত ছিলেন সিপিআই(এম) রাজ্য কমিটির সদস্য দেবাশীষ চক্রবর্তী।
মানুষের বিপুল জমায়েতে চৌরাস্তা মোড় কার্যত অবরুদ্ধ হয়ে যায়। পথচলতি মানুষকে দেখা গেছে রাস্তার ধারে দাঁড়িয়ে বক্তব্য শুনতে। মীনাক্ষী মুখার্জি এদিন বামফ্রন্ট প্রার্থী সায়রা শাহ হালিমকে বিপুল ভোটে জয়ী করার আহ্বান জানিয়ে বলেন, বামফ্রন্ট ও ধর্মনিরপেক্ষ প্রার্থীদের পক্ষে ভোট দেওয়া মানে বেকারের চাকরির দাবির লড়াইকে আরও একধাপ এগিয়ে নিয়ে যাওয়া। বাম ও গণতান্ত্রিক শক্তির প্রার্থীরা জয়ী হওয়া মানে সংসদে মেহনতি মানুষের কথাকে এগিয়ে দেওয়া।
Comments :0