তবে গত দশ বছরে নরেন্দ্র মোদীর সরকারের আমলেই পরিবেশের ওপর আক্রমন নেমে এসেছে বিভিন্ন ভাবে। ছত্তিশগড়ে বনভূমির জমি কয়লা খাদানের জন্য দিয়ে দিয়েছে আদানি গোষ্ঠীর হাতে তুলে দিয়েছে বিজেপি সরকার। কয়লা খনির জন্য কয়েকদিনের মধ্যে গোটা বনভূমি খালি করে দেওয়া হয়েছে।
বন সংরক্ষণ আইন সংশোধন করে কর্পোরেট উদ্যোগের জন্য সহজে জমি দেওয়ার ব্যবস্থা করেছে নরেন্দ্র মোদীর সরকার। ইউপিএ ১ সরকারের সময় তৈরি হওয়া বনাঞ্চলে জমির অধিকার আইনের সাথে সংঘাত তৈরি হচ্ছে যার ফলে। বনভূমিকে কেন্দ্র করে আদিবাসী সমাজের যেই জীবন তাতে আঘাত তানা হচ্ছে। যেমন হচ্ছে এরাজ্যের দেউচা পাচামীতে।
চার ধাম প্রোজেক্ট বিভিন্ন সুরঙ্গ করা হচ্ছে তাতে পরিবেশবিদদের আপত্তিকে কোন পত্তা দেয়নি সরকার। যার ফলাফল ধস নামছে প্রতিদিন।
Comments :0