শুক্রবার দক্ষিণবঙ্গে প্রবেশ করলো মৌসুমি বায়ু। উত্তরবঙ্গে আগে প্রবেশ করলেও দক্ষিণবঙ্গে অনেক পরে প্রবেশ করলো মৌসুমি বায়ু। শুক্রবার আলিপুর আবহাওয়া দপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে কলকাতা, দক্ষিণ ২৪ পরগনা, নদীয়া সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় বর্ষা প্রবেশ করেছে। মৌসুমি বায়ু প্রবেশ করলেও এখনও কলকাতা সহ দক্ষিণবঙ্গে কোন ভারি বৃষ্টির সম্ভাবনা নেই। তবে তীব্র গরমের হাত থেকে রেহাই পাওয়া যাবে বলে জানা গিয়েছে।
বৃহস্পতিবার সকাল থেকেই মেঘলা আকাশ ছিল কলকাতা সহ একাধিক জেলায় বেলা বাড়ার সাথে সাথে শুরু হয় বৃষ্টি। ভারি বৃষ্টি না হলেও হালকা বৃষ্টি কিছুটা রেহাই দিয়েছে দক্ষিণবঙ্গের মানুষদের। শুক্রবার কলকাতার তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস।
বর্ষা প্রবেশ করার পর থেকেই উত্তরবঙ্গে একটানা ভারি বৃষ্টি হয়ে চলেছে। হাওয়া অফিসের পক্ষ থেকে জানানো হয়েছে শনিবারের পর থেকে বৃষ্টি কমার সম্ভাবনা আছে।
Comments :0