SFI NEET-NET PROTEST

দোষীদের শাস্তি চাই, ছাত্র মিছিলে ক্ষোভ নিট পরীক্ষার্থীর মায়ের

রাজ্য জেলা

neet net sfi bengali news

পরীক্ষায় দুর্নীতির অভিযোগে বারাসাতে বিক্ষোভ দেখাচ্ছিলেন ছাত্ররা। সেই বিক্ষোভে এসে যোগ দিলেন এক অভিভাবক। তাঁর ক্ষোভ, ‘‘পরীক্ষা দুর্নীতির ফলে আমার মেয়ে মানসিক ভাবে ভেঙে পড়েছে। অবসাদে ভুগছে। আমরা ভয়ঙ্কর কিছু ঘটার আশঙ্কায় ঘুমোতে পারছি না। এই দুর্নীতির সঙ্গে জড়িতদের সর্বোচ্চ শাস্তি চাই আমি।’’

নেট এবং নিট পরীক্ষায় হওয়া দুর্নীতির প্রতিবাদে বারাসাতে বিক্ষোভ দেখায় এসএফআই। বৃষ্টি ভিজে দুর্নীতির পান্ডাদের গ্রেপ্তারি এবং নিট পরীক্ষা বাতিলের দাবি জানান ছাত্ররা। মিছিল শেষে বারাসাত কলোনি মোড় অবরোধ করা হয়। 

অবরোধ চলাকালীন এক অভিনব দৃশ্যের সাক্ষী থাকল বারাসাত। ছাত্র কর্মীরা জানাচ্ছেন, বিক্ষোভ চলাকালীন হঠাৎ এক মহিলা কাঁদতে কাঁদতে ছুটে আসেন। প্রথমে মনে করা হয়েছিল, বিক্ষোভে আটকা পড়ে হয়ত উত্তেজিত হয়ে পড়েছেন তিনি। কিন্তু তাঁর সঙ্গে কথা বলে আসল ঘটনা জানা যায়। 

ওই মহিলা এসএফআই কর্মীদের জানিয়েছেন, তাঁর মেয়ে চিকিৎসক হওয়ার জন্য দীর্ঘদিন ধরে নিট পরীক্ষার প্রস্তুতি নিচ্ছিল। মধ্যবিত্ত পরিবারের পড়ুয়ার প্রস্তুতিতে কোনও খামতি রাখেনি পরিবার। কিন্তু রেজাল্ট বেরোতে দেখা গিয়েছে, পরীক্ষায় পাশ করতে পারেনি ওই পড়ুয়াটি। 

মহিলার ক্ষোভ, ‘’৩৫-৪০ লক্ষ টাকায় প্রশ্নপত্র বিক্রি হয়ে গিয়েছে। আমার মেয়ে দীর্ঘদিনের সময়, প্রস্তুতি, পরিবারের সর্বস্ব জলে গিয়েছে। আমার মেয়েটা মানসিক ভাবে ভেঙে পড়েছে।’’

কান্নায় ভেঙে পড়ে ওই মহিলার আর্তনাদ, ‘‘ মেয়ে এতটাই ভেঙে পড়েছে, যে ওকে চোখে চোখে রাখতে হচ্ছে। কখন কি করে বসবে আমরা বুঝতে পারছি না। আমি দোষীদের সর্বোচ্চ শাস্তি চাই।’’

প্রসঙ্গত, নেট এবং নিট পরীক্ষায় দেশজোড়া দুর্নীতির অভিযোগ এসেছে। পিএইচডি এবং চিকিৎসা বিজ্ঞান নিয়ে পড়তে গেলে পড়ুয়াদের এই পরীক্ষা দুটি পাশ করতে হয়। কেন্দ্রীয় সংস্থা এনটিএ এই পরীক্ষা দুটি নিয়ে থাকে। অভিযোগ, কোটি কোটি টাকার বিনিময়ে এই দুই পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস করে বিক্রি করা হয়েছে। পশ্চিমবঙ্গের নিয়োগ দুর্নীতির কায়দায় গোটাটা পরিচালিত হয়েছে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল। 

Comments :0

Login to leave a comment