কল্যাণীর রথতলায় বাজি কারখানার বিস্ফোরণে আরও একজনের মৃত্যু হলো। মৃতের সংখ্যা বেড়ে হলো ৫। গত শুক্রবার দুপুর পৌনে দুটো নাগাদ রথতলার ওই বাজি কারখানায় বিশাল বিস্ফোরণ হয়। ঘটনাস্থলেই চারজন শ্রমিক মারা যান। যারা ওখানে নিষিদ্ধ বাজি বানানোর কাজে যুক্ত ছিলেন বলে জানা গিয়েছে। ওখান থেকে গুরুতর আহত অবস্থায় উজ্জ্বলা ভূঁইয়া নামে একজন শ্রমিককে আগুনে ঝলসে যাওয়া অবস্থায় কল্যাণী জেএনএম হাসপাতালে ভর্তি করা হয়েছিল। বুধবার রাত সাড়ে নটা নাগাদ তিনি মারা গিয়েছেন বলে জানা যাচ্ছে। পাঁচ দিন মৃত্যুর সাথে পাঞ্জা লড়ে জীবন যুদ্ধে হেরে গেলেন উজ্জ্বলা।
Kalyani Blast
কল্যাণী বিস্ফোরণ ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে পাঁচ
![](https://ganashakti-new-website.s3.ap-south-1.amazonaws.com/24110/67add3bfc9e59_b.jpg)
×
Comments :0