Road Accident

পথ দুর্ঘটনায় এক শিশুর মৃত্যু

রাজ্য জেলা

মর্মান্তিক পথ দুর্ঘটনায় দুই শিশু সহ একই পরিবারের পাঁচ জন জখম হয়েছেন। মৃত ৭ বছরের এক শিশু। ময়না তদন্তের পরে মৃত শিশুর দেহ নেওয়ার মানুষই নেই পরিবারে। পড়শীরা অন্তেষ্টিক্রিয়াটা আয়োজনে তৈরি।  
টোটো ও পিকআপের সংঘর্ষে এক শিশুর মৃত্যু। ঘটনায় আরও এক শিশু সহ একই পরিবারের পাঁচ জন জখম হয়েছেন। জখমদের মধ্যে একজনের অবস্থা আশঙ্কাজনক। মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ডালখোলা বাইপাসের মহম্মদপুর সংলগ্ন গ্রামীন এলাকায়। মৃত শিশুর নাম মারিয়া সরেন (৭)। আহত যাত্রীরা হলেন পাঞ্জাব সরেন, ওসিনা টুডু, কাশিলাও মারডি, জেসমিন সরেন এবং ৮ বছরের এক শিশু ইমানুল সরেন। ঘটনার পরে এলাকার বাসিন্দারা তাঁদের রায়গঞ্জ মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে যায়। তবে আশঙ্কাজনক অবস্থায় জখমদের ২ জন কে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 


জানা গেছে, মঙ্গলবার  সন্ধ্যায় কানকি এলাকায় বিয়ের বাড়ির অনুষ্ঠান  থেকে নিজের টোটোতে পরিবারের সদস্যদের  নিয়ে বাড়ি ফিরছিলেন রায়গঞ্জ থানার রোলগাঁও গ্রামের বাসিন্দা পাঞ্জাব সরেন। 
রায়গঞ্জগামী একটি পিকআপ সজোরে টোটোকে পেছন থেকে ধাক্কা মেরে পালিয়ে যায়। ঘটনাটা  মহম্মদপুর গ্রামীন এলাকায়। বিকট শব্দে এলাকার বাসিন্দারা এসে উদ্ধার করে আহতদের রায়গঞ্জ মেডিকেলে পাঠানো ব্যবস্থা করেন। হাসপাতালে পৌছাতেই এক শিশুর মৃত্যু হয়। বুধবার রোলগ্রামে শোকের ছায়া।

Comments :0

Login to leave a comment