AIFF ISL

ক্লাব কনসোর্টিয়াম নিয়ে আলোচনা করবে এআইএফএফ

খেলা

ইন্ডিয়ান সুপার লিগ নিয়ে অচলাবস্থার মধ্যে টুর্নামেন্ট পরিচালনায় এবার ক্লাব-নেতৃত্বাধীন কনসোর্টিয়ামের প্রস্তাব নিয়ে আনুষ্ঠানিক আলোচনায় বসতে চলেছে সর্বভারতীয় ফুটবল সংস্থা এআইএফএফ। সূত্রের খবর  ২০ ডিসেম্বরের বার্ষিক সাধারণ সভায় বিষয়টি তোলা হবে। 
৪ ডিসেম্বর ১২টি আইএসএল ক্লাব এআইএফএফ-কে চিঠি দিয়ে জানিয়েছিল নতুন টেন্ডারে যথাযথ বাণিজ্যিক অংশীদার না মিললে ফেডারেশন যেন একটি কাঠামো বিবেচনায় আনে। সেখানে ক্লাবগুলো সংখ্যাগরিষ্ঠ মালিকানা নিয়ে লিগ পরিচালনা করবে। ফেডারেশন ও সম্ভাব্য ব্রডকাস্ট পার্টনারও সেই কনসোর্টিয়ামে যুক্ত থাকবে।
ফেডারেশনের বক্তব্য, ক্লাবগুলোর পাঠানো ১২ দফা প্রস্তাবের কয়েকটি বিষয় মানা কঠি। তবে এই প্রস্তাব সমাধানের পথ খুলতে পারে বলে মত এআইএফএফ-এর।
যেই ক্লাব গুলোর পক্ষ থেকে এই যৌথ প্রস্তাব দেওয়া হয়েছে তারা হলো এফসি গোয়া, স্পোর্টিং ক্লাব দিল্লি, নর্থ-ইস্ট ইউনাইটেড, জামশেদপুর, বেঙ্গালুরু, মোহনবাগান সুপার জায়ান্ট, চেন্নাইয়িন এফসি, মুম্বই সিটি, কেরালা ব্লাস্টার্স, পাঞ্জাব, ওড়িশা ও মহমেডান স্পোর্টিং। ইস্টবেঙ্গল এই জোটে নেই।
তবে এআইএফএফের পক্ষ থেকে জানানো হয়েছে তারা সংবিধান ও সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে পরবর্তী সব সিদ্ধান্ত নেবে।

Comments :0

Login to leave a comment