Kolkata's air pollution

রাজধানীকে টেক্কা দিল কলকাতার বায়ুদূষণ

কলকাতা রাজ্য

রাজধানীর বায়ুদূষণের মাত্রাকে টক্কর দিল শহর কলকাতা। কিছুদিন আগে পর্যন্ত রাজধানী দিল্লির বায়ুদূষণের মাত্রা বহুঅংশে উদ্বেগ সৃষ্টি করেছিল। তবে এবার সেই বায়ুদূষণের মাত্রাকে টপকে গেল কলকাতা। মঙ্গলবার বিকেলে শহরের ফুসফুস অর্থাৎ ময়দান এলাকার বাতাসের গুণমান সূচক (AQI) ৩০০-র গন্ডি পার করে যায়।
বুধবার শহর কলকাতার বাতাসের গুণমানের সূচক ছিল ২৩২। যা শহরবাসীদের স্বাস্থ্যের জন্য অত্যন্ত সংকটজনক। পাশাপাশি, ফোর্ট উইলিয়াম এলাকায় এদিন বায়ুর গুণমান ছিল ২৪৮। একইদিনে রাজধানীর বাতাসের গুণমান সূচক ১৫৯। ফলত, কলকাতার বায়ুদূষণের মাত্রা পরিবেশবিদ, চিকিৎসক সহ সবমহলেই উদ্বেগ বাড়িয়াছে।  
শীতকালীন শুষ্ক আবহাওয়া ও বায়ুর গতিবেগ বেশি থাকায় বায়ুদূষণের মাত্রা বৃদ্ধি পায়। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানাচ্ছে, বাতাসে ভেসে থাকা ধূলিকণার পরিমান প্রতি ঘনমিটার ১৫ মাইক্রোগ্রামের বেশি হলেই তা মানুষের স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এই ধূলিকণা এতই সূক্ষ্য হয় যে তা মানুষের শ্বাসবায়ুর সঙ্গে সঙ্গে তাঁর ফুসফুসে এবং রক্তধারার সঙ্গেও মিশে যায়। ফলে, মানুষের মস্তিস্ক ও হৃদপিণ্ডের স্বাভাবিক কার্যক্ষমতা হারায়। বুধবার শহরের বাতাসে ভেসে থাকা ধূলিকণার পরিমান ছিল প্রতি ঘনমিটার প্রায় ১৫৭ মাইক্রোগ্রাম। কলকাতার বায়ুদূষণের এই মাত্রা যারা ধূমপান করেননা তাদের ক্ষেত্রেও ক্যান্সারের অনুঘটক হিসাবে কাজ করছে বলে মত বিশেষজ্ঞদের।

Comments :0

Login to leave a comment