bomb recovered in Rampurhat

রামপুরহাটে উদ্ধার ড্রাম ভর্তি বোমা

জেলা

শনিবার রামপুরহাট থানার দখলবাটি গ্রামের মোড়ের সাঁকো থেকে উদ্ধার ড্রাম ভর্তি বোমা।

আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের বীরভূম জেলার বিভিন্ন স্থানে বোমা উদ্ধার ঘিরে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। শনিবার রামপুরহাট থানার দখলবাটি গ্রামের একটি সাঁকোর নীচ থেকে এক ড্রাম বোমা উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। পুলিশ সুত্রে জানা গেছে, রামপুরহাট থানার দখলবাটি গ্রামের মোড়ের সাঁকোর নীচ থেকে পুলিশ গোপন সুত্রে খবর পেয়ে একটি প্লাসটিক ড্রাম থেকে তাজা বোমা এদিন উদ্ধার করে রামপুরহাট থানার পুলিশ। কে বা কারা সেখানে রেখেছিল সেটা তদন্ত করছে পুলিশ। তবে বোম স্কোয়াড দিয়ে বোমা গুলি নিষ্ক্রিয় করা হয়।

জেলার পুলিশ সুপার জেলা জুড়ে দেশীয় বোমা, অস্ত্র ও গোলাবারুদ বাজেয়াপ্ত তথা উদ্ধারের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালানোর নির্দেশ দিয়েছেন। এই বিষয়ে ডিএসপি স্বপন কুমার চক্রবর্তী জানান, গোপন সুত্রে খবর পেয়ে বিশাল পুলিশ বাহিনী নিয়ে শুক্রবার রাতভোর খয়রাশোল ব্লকের লোকপুর থানা এলাকায় অভিযান চালানো হয়। রাত ১২ টা নাগাদ রূপুসপুর অঞ্চলের আনন্দনগর- লডাঙ্গাল গ্রামের বাইরে দুবরাজপুর থানার রামপুর-গোপালপুর যাবার পথে পুকুর পাড়ে খেজুর গাছের ঝোপের আড়ালে প্লাস্টিকের ব্যাগে প্রায় ১৪ টি বোমা উদ্ধার করা হয়। পরবর্তীতে লোকপুর থানার ওসিকে বিষয়টি জানানো হয়। এবং এলাকায় পাহারার ব্যবস্থা করতে ও পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দেন। যদিও বোমা ভর্তি ব্যাগ কে বা কারা এবং কী উদ্দেশ্যে রেখেছে তা এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে স্থানীয়ভাবে তদন্ত চলছে। উদ্ধারকৃত বোমাগুলো নিষ্ক্রিয় করার জন্য বোম্ব ডিসপোজাল টিমকে খবর দেওয়া হয়। শনিবার দুপুর দুইটা নাগাদ বোমাগুলো নিরাপদ জায়গায় নিয়ে গিয়ে নিষ্ক্রিয় করণ করা হয়। নিষ্ক্রিয় করণের সময় সতর্কতা অবলম্বন হিসেবে নাকড়াকোন্দা ব্লক প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র থেকে এ্যাম্বুলেন্স এবং দুবরাজপুর ফায়ার স্টেশন থেকে অগ্নিনির্বাপক গাড়ি মোতায়েন করা হয়।


 

Comments :0

Login to leave a comment