রানিগঞ্জের সোনার দোকানে ডাকাতির ঘটনায় পুলিশ আর এক অভিযুক্তকে গ্রেপ্তার করল। জানা গেছে, ধৃত ব্যক্তি পশ্চিম বর্ধমান জেলার অন্ডালের বাসিন্দা শশিকান্তকুমার মালি। গত রবিবার ভরদুপুরে রানিগঞ্জে একটি সোনার শোরুমে সাত জন অত্যাধুনিক পিস্তল নিয়ে ডাকাতি করে। বিহার থেকে ডাকাতদলের তিনজনকে গ্রেপ্তারের পর পুলিশ অণ্ডাল থেকে শশিকান্তকে গ্রেপ্তার করে।
গত রবিবার দুপুরে রানিগঞ্জে নামী ব্র্যান্ডের একটি সোনার গয়নার দোকানে একদল ডাকাতের সঙ্গে পুলিশের গুলির লড়াই চলে। রানিগঞ্জের ৬০ নং জাতীয় সড়কের এনএসবি রোডে এদিন দুপুরে ‘সেনকো গোল্ড’র শোরুমে ঘটে এই রোমহর্ষক ডাকাতির ঘটনা ঘটে। একেবারে ফিল্মি কায়দায় এই ডাকাতির ঘটনায় প্রায় ১৬ রাউন্ড গুলি বর্ষণে কেঁপে ওঠে চত্বর। পালানোর সময় ডাকাত দলটি আসানসোলেও একটি গাড়ি ছিনতাই করতে গিয়ে এলোপাথাড়ি গুলি চালায়। বাইক দুটি ফেলে গাড়ি করে ৭ জন ডাকাত ঝাড়খণ্ডে চম্পট দেয়। এর আগে ডাকাতির ঘটনায় সুরোজ কুমার সিংকে গিরিডি জঙ্গল থেকে গ্রেপ্তার করে ঝাড়খন্ড ও আসানসোল-দুর্গাপুর পুলিশ। তারপর গ্রেপ্তার হয় সোনু সিং। এদিন ডাকাতির ঘটনায় পুলিশ আর এক অভিযুক্তকে গ্রেপ্তার করল।
Raniganj Robbery Case
রানিগঞ্জে ডাকাতির ঘটনায় গ্রেপ্তার আরও ১
×
Comments :0