‘খেলা শেষ হওয়ার আগে হেরে গিয়েছিল পাকিস্তান। শোচনীয় খেলা।’ আমেরিকার কাছে হারের পর এমনই কড়া প্রতিক্রিয়া পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক ওয়াসিম আক্রমের।
বিশ্ব কাঁপানো এই পেসারের আশঙ্কা আট দলের নক-আউটে পর্যায়ে পাকিস্তানের জায়গা পাওয়া সমস্যার। আক্রম বলেছেন, ‘‘এরপর ভারতের সঙ্গে খেলা। খেলা রয়েছে আরও দুই শক্ত প্রতিপক্ষের সঙ্গে। শেষ আটে জায়গা পাওয়া পাকিস্তানের পক্ষে সমস্যার হতে পারে।’’
আইসিসি টি-টোয়েন্টি পুরুষদের বিশ্বকাপ ক্রিকেটে আমেরিকার কাছে পাকিস্তানের হার বড় অঘটন বলেই মনে করছেন ক্রিকেটপ্রমীরা।
মার্কিন যুক্তরাষ্ট্রে বিরুদ্ধে সুপার ওভারে হেরেছে পাকিস্তান। সুপার ওভারে আমেরিকাকে ১৮ রান দিয়েছে পাকিস্তান। স্লগ ওভারে রান আটকাতে দক্ষ ছিলেন আক্রম। তিনি বলেছেন, ‘‘যে সময়ে যেভাবে খেলা দরকার ছিল তা হয়নি। আমেরিকা পরপর উইকেট নিতে পেরেছে। এই আক্রমণ সামলানোর মতো পরিকল্পনা আমাদের খেলায় দেখা যায়নি।’’
কুড়ি ওভারে দু’দলেরই রান ছিল ১৫৯। পাকিস্তানের ইনিংসে ৩০ রান তুলতেই ৩ উইকেট পড়ে যায়। অধিনায়ক বাবর আজম এবং সাদাব খানের জুড়ি ৭২ রান যোগ করে। কিন্তু তারপর আর কোনও জুটি দাঁড়ায়নি।
আক্রমের ব্যাখ্যা, ‘‘আমেরিকা দ্রুত উইকেট তুলে নিয়েছে। বাবর আর সাদাবের জুড়ি ছাড়া আর কাউকে রান পেতে দেখা যায়নি। তার ওপর ফিল্ডিং একেবারে নিম্নমানের। সব মিলিয়ে পাকিস্তান গড়ের খেলা খেলেছে।’’
আক্রম বলছেন, ‘‘শোচনীয় খেলা পাকিস্তানের। খেলায় হার-জিত আছে। কিন্তু শেষ বল পর্যন্ত খেলাই আসল কথা।’’
AKRAM T-20 PAKISTAN
‘শোচনীয়’, আমেরিকার কাছে পাকিস্তানের হারে খেদ আক্রমের
×
Comments :0