DEATH PURSHURA PROTEST

বিদ্যুতের তার ছিঁড়ে মৃত্যু, অবরোধ পুরশুড়ায়

জেলা

রবিবার পুড়শুড়ায় রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ এলাকাবাসীর। ছবি: অভীক ঘোষ

ঝড়-বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে এক ব্যক্তির মৃত্যু হলো হুগলীর পুরশুড়ায়। উত্তেজনাও ছড়ালো এলাকায়। পথ অবরোধ করে রাখেন স্থানীয় বাসিন্দারা। ঘটনাস্থলে পৌঁছায় পুরশুড়া থানার পুলিশ। 
পুলিশ পথ অবরোধ তোলার চেষ্টা করলে পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন স্থানীয় বাসিন্দারা। পুরশুড়ার শ্রীরামপুর গ্রাম পঞ্চায়েতের বলরামপুর গ্রামে সাত সকালেই ঝড়-বৃষ্টিতে বিদ্যুতের তার ছিঁড়ে মৃত্যু হয় একজনের। আর তাতে আহত হন আরোও দুই জন। অভিযোগ, বিদ্যুৎ দপ্তরের গাফিলতির জন্যই মৃত্যু হয়েছে। ক্ষতিপূরণের দাবিও তোলা হয় পথ অবরোধে।
এলাকার মানুষ জানান, বিদ্যুতের বিলে টাকা উঠছে বেশি। ইউনিট প্রতি দামও বেড়েছে। কিন্তু বিদ্যুৎ দপ্তর লাইন ঠিক মতো মেরামতি করে না।
পুলিশ জানিয়েছে মৃত ব্যক্তির নাম আনন্দ পাড়ুই। পুলিশ মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য আরামবাগ মেডিক্যাল কলেজ হাসপাতাল পাঠায়। শেষমেশ পুলিশের আশ্বাসেই পথ অবরোধ ওঠে।

Comments :0

Login to leave a comment