Protest on Rg Kar

সরকারি অনুদান ফেরাল এবার ঝালদার পুজো কমিটি

রাজ্য জেলা

বিবেকের তাড়না। আর সেই তাড়নায় এবার রাজ্য সরকারের দেওয়া পুজো অনুদান ফিরিয়ে দিল পুজো কমিটি। পুরুলিয়ার ঝালদা ২ নম্বর ব্লকের টাটুয়াড়া মা শ্মশানকালী মন্দির সমিতি প্রশাসনকে লিখিতভাবে জানিয়ে দিয়েছে যে তারা এবার রাজ্য সরকারের পুজোর অনুদান নেবেন না। পুজো কমিটির সাফ কথা আর জি করে ঘটনা গোটা রাজ্যের মানুষকে আঘাত করেছে। তিলোত্তমার সুবিচার চেয়ে কমিটির সকলে মিলে বসে এবার রাজ্য সরকারের পুজার অনুদান ফেরানোর সিদ্ধান্ত নিয়েছেন। পুরুলিয়ার মানুষ যে অন্যায়ের প্রতিবাদে গর্জে উঠেছে তার প্রমাণ মুখ্যমন্ত্রীর ঘোষণা করা ৮৫ হাজার টাকা অনুদান নিতে অস্বীকার করল ওই পুজো কমিটি। ইতিমধ্যে জেলাশাসককে লিখিতভাবে চিঠি দিয়ে পুজো কমিটির সম্পাদক এবং সভাপতি তা জানিয়েও দিয়েছেন। শুধু টাকা না নেওয়াই নয়, তারা চিঠিতে এটাও উল্লেখ করেছেন যে এই টাকা তাদের নাম করে অন্য কাউকে দেওয়াও চলবে না। প্রয়োজনে তারা আরটিআই করে জানতে চাইবেন মুখ্যমন্ত্রীর তহবিলে টাকা ফেরত গেছে কিনা। স্থানীয় সূত্রে জানা গেছে ইতিমধ্যে প্রশাসন থেকে তাদের উপর চাপ ও দেওয়া হচ্ছে অনুদান নেওয়ার জন্য। এলাকার মানুষ জনের বক্তব্য বিড়ি শ্রমিক, কৃষক,  শ্রমিকসহ খেটে খাওয়া মানুষের বসবাস এই অঞ্চলে। তাদের দেওয়া চাঁদাতেই তারা এবার পুজো করবেন। সেই পুজোতে থাকবে ঘরের মেয়ের হত্যার সুবিচারের দাবি।

Comments :0

Login to leave a comment