SFI Protest

রবীন্দ্র সংগীত বিকৃতির প্রতিবাদে বোলপুরে ছাত্র বিক্ষোভ

জেলা

কলকাতা ফিল্ম ফেস্টিভালে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির উপস্থিতি রবীন্দ্র সঙ্গীতের বিকৃতি ঘটানো হয়েছে। রাজ্য সংগীতের নাম করে রবীন্দ্রনাথের গানের শব্দ পরিবর্তন করা হয়েছিল। তার প্রতিবাদে ভারতের ছাত্র ফেডারেশন বিশ্বভারতী লোকাল কমিটি'র পক্ষ থেকে বিক্ষোভ সভা করা হয় মঙ্গলবার। এই বিক্ষোভ সভা থেকে দীর্ঘ এক হাজার দিন ধরে চাকরির দাবিতে আন্দোলনরত চাকরি প্রার্থীদের প্রতি সংহতি জানানো হয় এই বিক্ষোভ সভা থেকে। বক্তব্য রাখেন, এসএফআই, বিশ্বভারতী লোকাল কমিটি'র সম্পাদক প্রত্যুষ মুখার্জী সহ অন্যান্যরা। সভা থেকে রবীন্দ্র সংস্কৃতি বিকৃতির চেষ্টাকে ধিক্কার জানানো হয়। সভা থেকে স্লোগান ওঠে "রবীন্দ্র সংস্কৃতি রক্ষা করো, তৃণমূল কে ছুঁড়ে ফেলো"। পথসভা থেকেই স্মরণ করা হয় ২০১০ সালের ১২ ডিসেম্বর মাওবাদীদের হাতে খুন  হওয়া  শহীদ কমরেড তিলক টুডু কে।

Comments :0

Login to leave a comment