Rahul Gandhi

ওয়েনাডের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন রাহুল গান্ধী

জাতীয়

কেরালার ওয়েনাডের সাংসদ পদ থেকে ইস্তফা দিলেন রাহুল গান্ধী। সোমবার প্রোটেম স্পিকার মহতাবের কাছে পদত্যাগ পত্র জমা করেন কংগ্রেস সাংসদ। ওয়েনাড ছাড়া উত্তরপ্রদেশের রায়বারেলি আসন থেকেও প্রতিদ্বন্দিতা করেন রাহুল। দুই আসন থেকেই জয়ী হন তিনি।
ফল প্রকাশের পর একটি আসন থেকে ইস্তফা দেওয়ার কথা জানান প্রাক্তন কংগ্রেস সভাপতি। গত রবিবার দলের পক্ষ থেকে জানানো হয় রাহুল কেরালার ওয়েনাড আসন থেকে ইস্তফা দেবেন। তার বদলে ওই আসন থেকে প্রতিদ্বন্দিতা করবেন প্রিয়াঙ্কা গান্ধী। সেই মতো অষ্টাদশ লোকসভার প্রথম অধিবেশের দিনই একটি কেন্দ্র থেকে পদত্যাগ করলেন রাহুল।
উল্লেখ্য ২০১৯ এর নির্বাচনে ওয়েনাডে জিতলেও আমেঠিতে পরাজিত হন রাহুল। তারপর একটি মামলার কারণে বাতিল হয়ে যায় তার সাংসদ পদ। এবার স্মৃতি ইরানিকে হারিয়ে আমেঠিতে জয়ী হয়েছে কংগ্রেস।

Comments :0

Login to leave a comment