RATUA ROAD PROTEST

বিডিও’র ভূমিকায় ক্ষোভ রতুয়ার গ্রামে

জেলা

রতুয়া-১ ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের পূর্ব কোমলপুর গ্রামের এই রাস্তা ঘিরেই অভিযোগ। ছবি: উৎপল মজুমদার

রাস্তা ঢালাইয়ের কাজ নিয়ে অভিযোগ রয়েছে গ্রামবাসীদের। ঠিকাদারকে জানিয়ে হুমকির মুখে পড়তে হয়েছিল। প্রতিকার চাইতে গ্রামবাসীরা গিয়েছিলেন বিডিও’র কাছে। অভিযোগ, বিডিও নিজেও ব্যঙ্গ করেছেন গ্রামবাসীদেরই।
তবে একজোট গ্রামবাসীদের চাপে অভিযোগ নিতে বাধ্য হয়েছেন বিডিও। রতুয়া-১ ব্লকের বাহারাল গ্রাম পঞ্চায়েতের পূর্ব কোমলপুর গ্রামের একটি রাস্তা ঘিরে অভিযোগ। এখানে ৮৬ নম্বর বুথে রাস্তাটিতে ঢালাইয়ের কাজ চলছে।  রাস্তাটি নিম্নমানের হচ্ছে দেখে গ্রামবাসীরা ঠিকাদারের কাছে অভিযোগ জানান। 
গ্রামবাসীরা জানাচ্ছেন, ঠিকাদারের লোকেরা কাজে বাধা দিলে পরিণতি খারাপ হবে বলে হুমকি দেয়। তখন প্রতিবাদীরা মঙ্গলবার ওই গ্রামেরই সেখ মেরাজুলের নেতৃত্বে বিডিও-র কাছে যান অভিযোগ জানাতে। অভিযোগ, বিডিও তাদের ব্যাঙ্গের সুরে বলেন আপনারা কতো বড় ইঞ্জিনিয়ার যে আপনারা এমনি বুঝে গেলেন যে রাস্তা নিম্নমানের হচ্ছে। তবে তিনি অভিযোগটি গ্রহণ করেন। 
গ্রামবাসীরা বলছেন, এরপর রাস্তার কাজে বদল হয় কিনা দেখবেন। না হলে বৃহত্তর আন্দোলন হবে।

Comments :0

Login to leave a comment