DURGAPUR FIROZA KHATUN

দুর্গাপুরে আক্রান্ত ফিরোজার পাশে সেভ ডেমোক্র্যাসি, আইনজীবীরা

রাজ্য

প্রতিনিধিদল কথা বলছে ফিরোজা খতুনের সঙ্গে।

ভোট পরবর্তী হিংসায় দুর্গাপুরে আক্রান্ত পরিবারের সঙ্গে দেখা করলেন সেভ ডেমোক্রেসি ও অল ইন্ডিয়া ল’ইয়ার্স ইউনিয়নের সদস্যরা।
শনিবার দুই সংগঠনের ছয় সদস্যর প্রতিনিধি দল দুর্গাপুর মহুল বাগান বস্তিতে সংখ্যালঘু মুসলিম দরিদ্র পরিবারের কন্যা ফিরোজা খাতুন ও তাঁর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। 
নির্বাচনের ফল প্রকাশের দিন রাতে মহম্মদ আলি শেখের কন্যা ফিরোজা খাতুনের সেলাই দোকান আগুনে পুড়িয়ে ছাই করে দেওয়া হয়। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা এভাবেই ‘জয়ের আনন্দ’ প্রকাশ করছে। 
সেভ ডেমোক্রেসির রাজ্য সম্পাদক অধ্যাপক চঞ্চল চক্রবর্তী ও ল’ইয়ার্স ইউনিয়নের রাজ্য নেতা কলকাতা হাইকোর্টের আইনজীবী শামিম আহমেদ বলেন, আক্রান্তদের পাশে থাকত হবে। সারা দেশের মধ্যে পশ্চিমবঙ্গে ভোটের আগে ও ভোট পরবর্তী হিংসার ধারা অব্যাহত আছে। ভোটাধিকার প্রয়োগের সাংবিধানিক অধিকার আক্রান্ত। প্রয়োজনে আমরা আইনি সহায়তা দেব। তাঁরা বলেছেন, এফআইআর’র কপি নিয়ে যাচ্ছি। জাতীয় হিউম্যান রাইটস কমিশনে পাঠাবো। রাষ্ট্র ও সরকারের আক্রমণের মুখে যাঁরা পড়বেন আমরা তাদের পাশে দাঁড়াবো।  
সিআইটিইউ অনুমোদিত হিন্দুস্থান স্টিল এমপ্লয়িজ ইউনিয়নের নেতৃবৃন্দও এদিন প্রতিনিধিদলের সঙ্গে ছিলেন। ইউনিয়নের পক্ষ থেকে দুটি নতুন সেলাই মেসিন ও নগদ সাড়ে ছয় হাজার টাকা তুলে দেওয়া হয় ফিরোজা খাতুনের হাতে। 

Comments :0

Login to leave a comment