Drowned

দিঘায় স্নান করতে নেমে তলিয়ে গেল স্কুল পড়ুয়া

রাজ্য

প্রচন্ড গরম এড়াতে মায়ের সঙ্গে দুই ভাই দিঘায় বেড়াতে এসেছিল। সমুদ্রের আকর্ষণ কাল হয়ে দাঁড়ালো উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের দে পরিবারের। বৃহস্পতিবার মায়ের সঙ্গে পূর্ব মেদিনীপুর জেলার দীঘায় চলে এসেছিল। গরমের আবহাওয়াকে উপেক্ষা করে সমুদ্রের পাড়ে এসেছিল। শুক্রবার সকাল দশটা নাগাদ জগন্নাথ ঘাটে সমুদ্র স্নানে দুই ভাই শুভজিৎ দে ছোট ভাই বিশ্বজিৎ দে নেমে পড়েছিল। সে সময় সমুদ্র উত্তাল ছিল। জলের প্রখর টানে শুভজিৎ তলিয়ে যেতে থাকে, দাদা তলিয়ে যাচ্ছে দেখে ভাই দাদাকে উদ্ধার করার জন্য এগিয়ে যায়। তৎক্ষণাৎ ঘটনাটি নুলিয়াদের চোখে পড়ে যায়। সঙ্গে সঙ্গে ছোট ভাই বিশ্বজিৎকে উদ্ধার করে। লাইভ জ্যাকেট সহ দুটি স্পিডবোট নিয়ে শুভজিৎকে উদ্ধার করার চেষ্টা করেও বিফল হয়ে যায় দীঘা থানা। তলিয়ে যাওয়ার শুভজিৎকে উদ্ধার করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। বিকেল পর্যন্ত শুভজিতের কোন খোঁজ মেলেনি। পরিবার থানার আশ্রয় নিয়েছে ছোট ভাই বিশ্বজিৎ এখন ভালো আছে।

Comments :0

Login to leave a comment