নেট বিতর্কে বৃহষ্পতিবার গোটা দেশ জুড়ে পথে নামলো এসএফআই। পশ্চিমবঙ্গ কেরালা সহ একাধিক রাজ্যে সেদিন পথে নামেন এসএফআই কর্মী সমর্থকরা।
গতকাল রাতে ইউজিসি নেট পরীক্ষা বাতিল করেছে কেন্দ্রীয় সরকা। তারা জানিয়েছে যে প্রশ্নপত্র ফাঁস হয়ে যাওয়ায় সদ্য সমাপ্ত এই পরীক্ষা বাতিল করা হয়েছে। সরকারের এই সিদ্ধান্তে জেরে গোটা দেশ জুড়ে বহু পরীক্ষার্থী সমস্যার সম্মুখীন হয়েছে।
এই পরিস্থিতিতে এসএফআই কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটি সরাসরি কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগের দাবি করেছেন।
সংগঠনের সাধারণ সম্পাদক ময়ূখ বিশ্বাস বলেন, "প্রথমে নিট এখন নেট। বিজেপি সরকারের দুর্নীতি স্পষ্ট। এসএফআই অবিলম্বে দাবি করছে এনটিএ বাতিল করতে হবে এবং কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানকে পদত্যাগ করতে হবে।"
তিনি আরও বলেন, সরকারের সিদ্ধান্তের ফলে গোটা দেশে বহু পরীক্ষার্থী ক্ষতির সম্মুখীন হয়েছে অবিলম্বে তাতে ক্ষতিপূরণের ব্যবস্থাও করতে হবে সরকারকে।
NET SFI
নেট বিতর্কে দেশ জুড়ে আন্দোলনে এসএফআই
×
Comments :0