Telengana

এআইএমআইএম-এর বিধায়ক প্রোটেম স্পিকার হওয়ায় শপথ নেবেন না বিজেপি বিধায়ক

জাতীয়

এআইএমআইএম বিধায়ক প্রোটেম স্পিকার হওবার শপথ বয়কট করলেন বিজেপির জয়ী বিধায়ক টি রাজা সিং। বিধায়কদের শপথ বাক্য পাঠ করানোর জন্য এআইএমআইএম-এর বিধায়ক আকরবউদ্দিন ওয়েসিকে প্রোটেম স্পিকার করা হয়েছে। তাতেই আপত্তি বিজেপি বিধায়কের। তার দাবি এআইএমআইএম বিধায়ক একাধিকবার হিন্দু বিরোধী বক্তব্য রেখেছেন। উল্লেখ্য সংসদের বিজেপি সাংসদকেও অকথ্য ভাষায় বিরোধী সাংসদকে আক্রমন করার ভিডিও সামাজিকমাধ্যমে ভাইরাল হয়েছে। 

রাজা জানিয়েছেন আকরউদ্দিন যতদিন প্রোটেম স্পিকার থাকবেন ততদিন তিনি শপথ নেবেন না। স্পিকার নির্বাচিত হওয়ার পর স্পিকারের কাছ থেকে তিনি শপথ বাক্য পাঠ করবেন।

তেলেঙ্গানা বিধানসভা নির্বাচনে বিজেপি মাত্র আটটি আসনে জয়ী হয়েছে। তবে বিজেপি বিধায়কের এই মন্তব্যের পিছনে সাম্প্রদায়িক বিদ্বেষের ছায়া দেখছেন অনেকে। ২০১৮ সালেও এআইএমআইএম-এর বিধায়ক প্রোটেম স্পিকার হলে সেই সময়ও তিনি একই কথা বলেছিলেন।

উল্লেখ্য নির্বাচনে জয়ীদের মধ্যে যেই বিধায়কে অভিজ্ঞতা এবং বয়সের দিক থেকে এগিয়ে থাকেন সম্মান জানাতে তাকেই প্রোটেম স্পিকার করা হয়। দেশের প্রায় সব রাজ্যেই এই নিয়ম মানা হয়।

Comments :0

Login to leave a comment