কুম্ভ মেলায় যাবার পথে পথ দুর্ঘটনায় মৃত্যু হল একই পরিবারের শাশুড়ি বৌমা সহ তিনজনের। মৃতারা হলেন কুন্তি মাহাতো (৬৮), আল্পনা মাহাতো (৪৭) এবং জাগুরী মাহাতো (৪৯)। মৃতাদের বাড়ি পুরুলিয়া টামনা থানা এলাকার গোপলাডি গ্রামে। দুর্ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকালে। মৃত্যুর খবর আসা মাত্রই গোটা গ্রামে নেমে এসেছে শোকের ছায়া। জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন তারা বেসরকারিভাবে খবরটা পেয়েছেন। খবর পাওয়ার পরেই যে থানা এলাকায় দুর্ঘটনাটি ঘটেছে সেই থানার সঙ্গে যোগাযোগ করা হয়েছে এবং জেলাশাসকের সঙ্গে আলোচনার পর মৃতদেহ আনার ব্যবস্থা করা হচ্ছে। যদিও পরিবারের দাবি এখনো অব্দি প্রশাসনের কেউ তাদের সঙ্গে যোগাযোগ করেনি।
স্থানীয় সূত্রে জানা গেছে চলতি মাসের ৯ তারিখে পুরুলিয়া টামনা থানা এলাকার চাকলতোড় মোড় থেকে একটি রিজার্ভ বাস যাত্রীদের নিয়ে প্রয়াগরাজের কুম্ভমেলার উদ্দেশ্যে রওনা দিয়েছিল। সেই বাসে গোপলাডি গ্রাম থেকে মোট ১৩ জন গিয়েছিলেন। মঙ্গলবার ভোরবেলায় প্রয়াগরাজ জেলার উতারামপুর থানা এলাকার ভগবতী পেট্রোল পাম্পের কাছে বাসটি দাঁড়িয়েছিল। সেই সময় প্রকৃতির ডাকে সাড়া দিতে রাস্তা পার হচ্ছিলেন ওই তিন মহিলা। সেই সময় দ্রুত গতিতে ছুটে আসা একটি গাড়ি ধাক্কা মারে ওই মহিলাদের। ঘটনাস্থলেই মৃত্যু হয় ওই তিনজনের। কুন্তী মাহাতোর ছেলে সুনীল মাহাতো জানিয়েছিলেন নয় তারিখ এখান থেকে রওনা দেবার পর রাস্তায় ওই গাড়িটি জ্যামে ফেঁসে গিয়েছিল। মঙ্গলবার সকালে ওই মহিলারা রাস্তা পার হওয়ার সময় দুর্ঘটনাটি ঘটেছে। মৃতদেহের ময়না তদন্তের জন্য স্থানীয় হাসপাতালে মৃতদেহ গুলি নিয়ে যাওয়া হয়েছে। তার পরিবারের মা বৌদির সঙ্গে আরো সদস্যরা ছিল। তারাই বাড়িতে ফোন করে জানিয়েছেন যে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তার মা এবং বৌদির। কথা বলতে বলতে কান্নায় ভেঙে পড়লেন তিনি। গোটা গ্রাম এই মুহূর্তে শোকে ভাসছে। জায়গায় জায়গায় জটলা। এখন অপেক্ষা কখন মৃতদেহ আসবে।
Kumbh Mela
কুম্ভ থেকে ফেরার পথে দুর্ঘটনা মৃত রাজ্যের ৩

×
Comments :0