রানাঘাটে সিপিআই(এম) কর্মীকে জখম করল তৃণমূলের দুষ্কৃতীরা। রানাঘাটের মাটিকুমড়া এলাকার এই পার্টিকর্মী অপূর্ব মজুমদারকে ভর্তি করা হয়েছে রানাঘাট মহকুমা হাসপাতালে।
অপূর্ব মজুমদারের কন্যা কনীনিকা জানিয়েছেন, কোনও কারণ ছাড়াই বাবার ওপর আক্রমণ করা হয়েছে। নির্বিচারে চলেছে আক্রমণ। কনীনিকা জানিয়েছেন যে তিনি যাদবপুর বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকতা বিভাগের ছাত্রী এবং এসএফআই কর্মী।
রানাঘাট লোকসভা কেন্দ্রের সিপিআই(এম) প্রার্থী এবং পার্টির রাজ্য কমিটির সদস্য অলকেশ দাশ দ্রুত যান আহত পার্টিকর্মীরা কাছে। স্থানীয় পার্টিকর্মীরা জানান যে রবিবার অপূর্ব মজুমদার বাজার কমিটির সভায় গিয়েছিলেন সেখানেই তাঁর ওপর হামলা চালানো হয়। তিনি রানাঘাট-২ ব্লকের নোকারি অঞ্চলে সিপিআই(এম) নেতা।
নির্বাচনের আগে পরে হামলা চালিয়েছে তৃণমূল। ভোট মিটে যাওয়ার পর গণনার আগেও ত্রাস ছড়াতে হামলা চালাচ্ছে এই বাহিনী।
Comments :0