Train service

লাইনে ধস, ব্যাহত বনগাঁ-শিয়ালদহ শাখার ট্রেন চলাচল

রাজ্য জেলা

লাইনে ধসের কারণে বনগাঁ-শিয়ালদহ শাখার ট্রেন চলাচল ব্যাহত। রাতভর বৃষ্টির জেরে মছলন্দপুর ও সংহতি স্টেশনের মাঝে আপ লাইনে ধস নেমেছে। শুক্রবার সকাল ৮ টা ৮ মিনিটের বনগাঁ-শিয়ালদহ লোকালের পর থেকে আর কোনও ট্রেন চলছে না ওই রুটে।
অফিস টাইমে এই ঘটনা ঘটায় স্বাভাবিকভাবেই বিপাকে পড়েছেন যাত্রীরা। আপ ট্রেন চলাচল বন্ধ রয়েছে তবে ডাউন লাইনে ধীর গতিতে চলছে ট্রেন। রেল সূত্রে খবর মছলন্দপুর ও সংহতি স্টেশনের মাঝে আপ লাইনে ধসের কারণে বসে গিয়েছে রেলের ট্র্যাক। সেই কারণে সকাল থেকে বিঘ্নিত ট্রেন চলাচল। যুদ্ধকালীন তৎপরতায় ট্রেনের লাইন মেরামতির কাজ চলছে। সেই কাজ সম্পন্ন করে কতক্ষণে ট্রেন চলাচল স্বাভাবিক হবে তা জানা যায়নি রেলের তরফে। রেল যাত্রীদের কথা মাথায় রেখে হাবরা থেকে শিয়ালদহ গামী কয়েকটি ট্রেন চালানো হচ্ছে। তবে তা অনেকটাই দেরিতে। রেলের তরফে জানানো হয়েছে সকাল সাড়ে ৮টার পর থেকে শিয়ালদহ– বনগাঁ শাখায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে। রাতভর বৃষ্টির কারণেই রেললাইনের মাটি ধসে যাওয়ায় আপলাইনের সমস্ত ট্রেন আপাতত বন্ধ রয়েছে। ডাউন লাইন দিয়ে ধীরে ধীরে ট্রেনগুলিকে নিয়ে যাওয়া হচ্ছে শিয়ালদহের দিকে। আপ লাইনের সমস্ত ট্রেন চলাচলা বন্ধ থাকার ফলে শিয়ালদহ-বনগাঁ শাখায় ব্যাপক প্রভাব পড়েছে। আপ লাইনের বিভিন্ন স্টেশনে ট্রেন দাঁড়িয়ে রয়েছে। সমস্যায় পড়েছেন নিত্যযাত্রীরা। যদিও  ট্রেন চলাচল কখন স্বাভাবিক হবে সেই বিষয়ে কিছু জানা যায়নি রেলের তরফে।

Comments :0

Login to leave a comment