NEET SCAM

নিট দুর্নীতি কান্ডে দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ এটিএস’র

জাতীয়

নিট দুর্নীতি কান্ডে মহারাষ্ট্রের দুই শিক্ষককে আটক করে জিজ্ঞাসাবাদ করলো এটিএস। দীর্ঘক্ষণ সঞ্জয় টুকারাম যাদব এবং জালিলি উমার খান পাঠান নামে ওই দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়। তাদের জিজ্ঞাসাবাদের পর ছেড়েও দেওয়া হয়। তবে প্রয়োজনে তাদের ফের জিজ্ঞাসাবাদ করা হতে পারে বলে জানা গিয়েছে। তদন্তকারীদের অনুমান এই দুই শিক্ষক নিটের প্রশ্ন ফাঁসের সাথে যুক্ত থাকতে পারেন। এর আগে বিহার থেকে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে এই ঘটনায়।

যেই দুই শিক্ষককে জিজ্ঞাসাবাদ করা হয়েছে তারা দু’জনই জেলা পরিষদ স্কুলের শিক্ষক। এছাড়া লাতুরে তাদের কোচিং আছে বলেও জানা গিয়েছে। 

মেডিকেল প্রবেশিকা পরীক্ষা নিট এবং ইউজিসি নেট পরীক্ষার প্রশ্ন ফাঁস হওয়াকে কেন্দ্র করে উত্তাল গোটা দেশ। এসএফআই সহ বিভিন্ন ছাত্র সংগঠন গোটা দেশ জুড়ে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রীর পদত্যাগ এবং এনটিএ বাতিলের দাবিতে পথে নেমেছে। এই প্রশ্ন ফাঁসের বিতর্কের মধ্যে মেডিকেলে স্নাতকোত্তর স্তরের প্রবেশিকা পরীক্ষা বাতিল করেছে কেন্দ্র। শনিবার বিবৃতি দিয়ে একথা জানানো হয়েছে। 

ইতিমধ্যে এই দুই সর্বভারতীয় পরীক্ষাকে কেন্দ্র করে যেই দুর্নীতি সামনে এসেছে তার তদন্ত শুরু করেছে সিবিআই।  

Comments :0

Login to leave a comment