MATHURAPUR PROTEST

টাকা বিলির অভিযোগ, রায়দিঘিতে মহিলারা ঘিরলেন তৃণমূল নেতাকে

জেলা

মথুরাপুরের রায়দিঘির নালুয়া গ্রামে তৃণমূল নেতাকে ঘিরে বিক্ষোভে মহিলারা।

টাকা বিলি করছিলেন তৃণমূলের নেতা। গ্রামবাসীরাই ঘিরে ধরলেন সেই নেতা বাপী হালদারকে। মথুরাপুর লোকসভা কেন্দ্রের রায়দিঘি বিধানসভা এলাকার নালুয়া গ্রামের বাসিন্দা আটকে রাখেন দক্ষিণ ২৪ পরগনার এই জেলা পরিষদ সদস্যকে। তৃণমূল নেতাকে ঘিরে ধরে বিক্ষোভ দেখালেন মহিলারাও। 
গ্রামবাসীদের অভিযোগ, প্রচারের সময়সীমা শেষ হয়ে যাওয়ার পর বাড়ি বাড়ি ঘরে টাকা বিলি করছিলেন বাপী হালদার। এখানেই তাঁর বাড়ি। প্রতিবাদ জানান মহিলারা। মহিলাদের সঙ্গে ঝামেলা বাঁধে। একাধিক মহিলার অভিযোগ তাঁদের গায়ে হাত দেওয়া হয়েছে। এরপরই বিক্ষোভে ফেটে পড়েন গ্রামবাসীরা।
রাস্তায় গাছের গুঁড়ি ফেলে দেন গ্রামবাসীরা। বেঞ্চ পেতে আটকে দেন রাস্তা। উপায় না দেখে বাপী হালদার সেখানেই বসে পড়েন। জানা গিয়েছে, তিনিই পুলিশের বিভিন্ন স্তরে যোগাযোগ করেন। বিশাল পুলিশবাহিনী এসে উদ্ধার করে এই তৃণমূল নেতাকে। 


বাসিন্দাদের মুখে আটকে থাকা তৃণমূল নেতাকে ঘিরে ধরে ‘চোর চোর’ স্লোগানও শোনা গিয়েছে। স্থানীয়রা জানাচ্ছেন, এর আগে বাপী হালদারের বিরুদ্ধে দুর্নীতির একাধিক অভিযোগ উঠেছে। চাকরি বাতিলকে ঘিরে অভিযোগ উঠেছে তাঁর স্ত্রীয়ের বিরুদ্ধেও। হাইকোর্টে দুর্নীতির মামলা রয়েছে বাপী হালদারের বিরুদ্ধে। 

মথুরাপুর কেন্দ্রে ১ তারিখে ভোটের আগে তৃণমূলের বিরুদ্ধে ভোটদাতাদের প্রভাবিত করার একাধিক অভিযোগ উঠছে। 

Comments :0

Login to leave a comment