CHOPRA HOOCH PROTEST

পুলিশ নিষ্ক্রিয়, চোপড়ায় মদের ঠেক ভাঙলেন মহিলারা

জেলা

রবিবার ইসলামপুর মহকুমার চোপড়া ব্লকের মঝিয়ালি গ্রামে মদ তৈরির সরঞ্জাম ভাঙছেন মহিলারা।

তপন বিশ্বাস : চোপড়া 

পথে নেমে বেআইনি মদের ঠেক ভাঙলেন মহিলারা। রবিবার ইসলামপুর মহকুমার চোপড়া ব্লকের মঝিয়ালি গ্রামের মদের ঠেক, মদ তৈরির দোকান, সরঞ্জাম নষ্ট করে দেন মহিলারা। খবর পেয়ে চোপড়া থানার পুলিশ ঘটনাস্থলে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

পুলিশ ও স্থানীয় সূত্রের খবর, সম্প্রতি ওই  গ্রামে মদ্যপ অবস্থায় একাধিক যুবক সড়ক দুর্ঘটনার শিকার হন। স্থানীয় বাসিন্দারা বলেন, মাঝিয়ালি স্কুলের পাশে বেশ কয়েকটি পরিবারে চোলাই মদ তৈরি হয়। সেখানে মদ খেতে ভিড় জমায় একাংশ। মদ্যপ অবস্থায় রাস্তায় বেরনোর ফলে সড়ক দুর্ঘটনার শিকার হন অনেকেই । ওই মদের ঠেক দীর্ঘদিন থেকে চললেও পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয় মহিলারা। তাঁদের অভিযোগ , স্কুলের কাছে এলাকার মধ্যে শাসক দলের প্রচ্ছন্ন মদতে ওই মদের ঠেক বহাল তবিয়তে চলছে। সব স্তরের মানুষ এদিন ঠেকে ভেঙে তছনছ করে দেন। রবিবার  বহু মহিলা জমায়েত হয়ে ওই সব জায়গায় মদ , মদ তৈরির সরঞ্জাম ভেঙে দে়ন । এমনকি কেউ ফের  মদ তৈরি করলে বাড়িঘরে আগুন লাগানোর হুমকি দেন ক্ষোভে। 

এ দিন ঠেক ভাঙার নেতৃত্বে থাকা প্রমীলা বাহিনীর অভিযোগ, দিনের পর দিন এলাকায় বেআইনি মদের ঠেক গজিয়ে উঠছে।  মদ সহজলভ্য হওয়ায় মদ্যপানও বাড়ছে। সংসারে অশান্তিও বাড়ছে। নানা টুকরো ঝামেলায় অশান্ত হচ্ছে এলাকাও। তাঁরা ক্ষোভের সঙ্গে বলছেন, “রোজগারের সব টাকা যদি মদের ঠেকেই চলে যায় তা হলে সংসার চালাব কী করে? এর জেরে বাড়ির ছেলে-মেয়েদের পড়াশোনারও ক্ষতি হচ্ছে।” 

মহিলারা বলছেন, পুলিশ নিজে থেকে উদ্যোগী না হওয়ায় আমরাই সব ঠেকে ভেঙে নষ্ট করে দিয়েছি। পুলিশ বলেছে , ঘটনার তদন্ত শুরু হয়েছে । 

Comments :0

Login to leave a comment