SEBI

আদানি ইস্যুতে সেবি'কে কটাক্ষ কংগ্রেসের

জাতীয়

লোকসভা নির্বাচনের আগেই যেন আদানির শেয়ার সংক্রান্ত অভিযোগের তদন্ত গুটিবে দেয় ‘সেবি’। ফের সময়সীমা বাড়ানোর আবেদন না করে দেশের শেয়ার বাজারের নিয়ামক প্রতিষ্ঠান। বুধবার এই মর্মে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অব ইন্ডিয়া বা ‘সেবি’-র উদ্দেশ্যে এমনই কটাক্ষ ছুঁড়ল কংগ্রেস। শেয়ারের দাম ফাঁপিয়ে বাড়ানোোর মতো একাধিক অভিযোগের তদন্ত করছে ‘সেবি’। 
বুধবার, ৩ এপ্রিল, কংগ্রেসের সাধারণ সম্পাদক জয়রাম রমেশ বলেছেন, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ বোর্ড অফ ইন্ডিয়ার (সেবি) উচিত নয় স্টেট ব্যাঙ্ককে অনুসরণ করা। সরকারি প্রতিষ্ঠানগুলি আসল জায়গায় পৌঁছাতে ভয় পাচ্ছে। রমেশ বলেন, হিন্ডেনবার্গ রিসার্চ গত বছর 'মোদানি' গ্রুপের বিরুূদ্ধে শেয়ারের দামে কারসাজি এবং শেয়ার বাজার সম্পর্কিত আইন ভাঙার অভিযোগ জানিয়ে প্রতিবেদন জমা দিয়েছিল।

আদানি গোষ্ঠী অভিযোগগুলিকে মিথ্যা বলে উড়িয়ে দিয়েছে, বলেছে যে তারা সমস্ত আইন এবং প্রকাশের প্রয়োজনীয়তা মেনে চলে। রমেশ বলেন, "সেবিকে ১৪ আগস্ট, ২০২৩’র মধ্যে এই অভিযোগগুলির উপর একটি রিপোর্ট জমা দেওয়ার দায়িত্ব দেওয়া হয়েছিল৷  তারা বারবার সময় বাড়ানোর আবেদন করার পরে, সুপ্রিম কোর্ট সেবিকে আজ, ৩ এপ্রিল, ২০২৪ পর্যন্ত সময় দিয়েছে৷
রমেশ বলেছেন, "সেবি আদালতে কী প্রতিবেদন জমা দেয়, তার অপেক্ষায় রয়েছি। আশা করি ওরা সময়সীমাকে বাড়ানোর জন্য আর সময়সীমা বাড়াতে চাইবে না," তিনি পোস্টে বলেছেন। উল্লেখ্য, নির্বাচনী বন্ড সংক্রান্ত রায়ের পর সুপ্রিম কোর্ট একাধিক দফায় স্টেট ব্যাঙ্ক নির্বাচনের পর তথ্য প্রকাশের অনুমতি চেয়েছিল। সেই আবেদন যদিও নাকচ হয়েছে।

Comments :0

Login to leave a comment