সপ্তাহের প্রথমদিনেই অর্থাৎ সোমবার মূহুর্তে স্তব্ধ হয়ে যায় বসিরহাট মহকুমার দেওয়ানী ও ফৌজদারি আদালতের কাজকর্ম। আদালত চত্বর সহ বিভিন্ন রাস্তায় প্রতিবাদ মিছিলে সোচ্চার হলেন উভয় আদালতের প্রবীন এবং নবীন আইনজীবীরা। করলেন একদিনের প্রতীকী ধর্মঘট। দাবি তুললেন অবিলম্বে হাসনাবাদ থানার এস আই অভিজিৎ পাল ও স্থানীয় দুষ্কৃতীদের মদতদাতা তৃণমূলের নেতা পিন্টু মোল্লাকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে। কেন এই গ্রেপ্তারের দাবি তুললেন আইনজীবীরা? বসিরহাট মহকুমা আদালতের আইনজীবী কিঙ্করকান্তি রায় জানান, গত রবিবার দুপুরে পুলিশকে সাথে নিয়ে হাসনাবাদের চকপাটলি গ্রামে বিরোধী রাজনৈতিক দলের কর্মীদের ঘরবাড়িতে পুলিশের উপস্থিতিতে। পিন্টু মোল্লার নেতৃত্বে বেপরোয়া সন্ত্রাস চালায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। গুলিও চালায় দুষ্কৃতীরা।
পুলিশ এবং তৃণমূলের এহেন যৌথ হামলার প্রতিবাদ করেন স্থানীয় বাসিন্দা আইনজীবী সব্যসাচী মণ্ডল। তখনই তার বাড়িতে চড়াও হয় হাসনাবাদ থানার ওই পুলিশ আধিকারিক, পিন্টু মোল্লা সহ স্থানীয় সশস্ত্র দুষ্কৃতীরা। অভিযোগকারী আইনজীবী আক্রান্ত হন এবং তাঁকে খুনের হুমকি পর্যন্ত দেওয়া হয়। চকিতে এই খবর ছড়িয়ে পড়ে আইনজীবী মহলে। তারা প্রতিবাদে ফেটে পড়েন এবং এদিনের বিক্ষোভে সামিল হন। মহকুমার উভয় আদালতের আইনজীবীদের মিলিত প্রয়াসে ও তাদের আইনত দাবি আদালত মেনে নেয় এবং অভিযুক্তদের গ্রেপ্রারের নির্দেশ দেয়। সোমবার বিকালে ওই গ্রামে যান আইনজীবীদের একটি দল। তারা ঘটনাস্থল পরিদর্শন করেন এবং দুষ্কৃতীদের ছোড়া গুলির চিহ্ন লক্ষ্য করেন বলে এদিন সংবাদমাধ্যমকে জানান।
Comments :0